না ফেরার দেশে কোচ জাকি, তার বদলি নিলো ঢাকা

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচের আগেই না ফেরার দেশে পাড়ি জমান ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহাবুব আলী জাকি। তাই তার বদলি হিসেবে আশিকুর রহমান মজুমদারকে নিয়োগ দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে দলে নেয়ার বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা ক্যাপিটালস। ইতোমধ্যেই দলের সঙ্গে যোগ দিয়েছেন এই কোচ।
ঘরোয়া লিগে কোচিংয়ের অভিজ্ঞতা আছে আশিকের। ঢাকা প্রিমিয়ার লিগের দল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। এ ছাড়া জাতীয় ক্রিকেট লিগে বরিশাল বিভাগের সহকারী কোচ হিসেবেও কাজ করেছেন।
এর আগে ঢাকার প্রথম ম্যাচের জন্য দলের সঙ্গে মাঠে গিয়েছিলেন জাকি। তবে মাঠে নামার ঠিক আগ মূহূর্তে একটি দুঃসংবাদ সঙ্গী হয়েছে তাদের। না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন দলটির সহকারী কোচ মাহবুব আলি জাকি।
ম্যাচ শুরুর আগমুহূর্তে ক্রিকেটারদের নিয়ে গা গরম করছিলেন জাকি। অনুশীলন সেশন পরিচালনার সময় আচমকা অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গেই হাসপাতালে নেওয়া হলেও তাকে আর বাঁচানো যায়নি। প্রাথমিকভাবে জানা যায়, হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে।
এইচজেএস