চমক রেখে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা ইংল্যান্ডের

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ জনের প্রাথমিক দল ঘোষণা করেছে ইংল্যান্ড। চোটের কারণে অ্যাশেজ সিরিজ থেকে ছিটকে যাওয়া জোফরা আর্চারকে রেখেছে দুইবারের চ্যাম্পিয়নরা। ফেব্র্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত এই প্রতিযোগিতার জন্য তারা জশ টাংকেও রেখেছে।
অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় টেস্টে বাম সাইড স্ট্রেইনে চোট পান আর্চার। মেলবোর্ন ও সিডনিতে বাকি দুই ম্যাচ থেকে ছিটকে যান এই পেসার। ৩০ বছর বয়সী আর্চার সাদা বলের সিরিজ খেলতে জানুয়ারির শ্রীলঙ্কা সফরে থাকছেন না। সেরে ওঠার প্রক্রিয়া শেষে পরের মাসের বিশ্বকাপের জন্য একবারে দলে যোগ দিবেন তিনি।
অ্যাশেজে দারুণ পারফরম্যান্স করে প্রথমবার টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন জশ টাং। নটিংহ্যামশায়ারের এই পেসার দুই টেস্টে ১২ উইকেট নেন। মেলবোর্নে সবশেষ টেস্টে পাঁচ উইকেট পান এক ইনিংসে। ১৮ ম্যাচ পর অস্ট্রেলিয়ায় ইংল্যান্ডের টেস্ট জয়ে অবদান রেখে তিনি ম্যাচসেরা হন। গত মৌসুমে দ্য হান্ড্রেডে ম্যানচেস্টার অরিজিনালসের হয়ে ১৪ উইকেট নিয়ে শীর্ষে ছিলেন টাং।
টাংয়ের কারণে বিশ্বকাপ দলে জায়গা হয়নি ব্রাইডন কার্সের। তবে শ্রীলঙ্কায় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলে আর্চারের স্থলাভিষিক্ত হলেন তিনি। ভাঙা আঙুল নিয়ে নিউজিল্যান্ডে সাদা বলের সিরিজ থেকে ছিটকে যাওয়া অলরাউন্ডার উইল জ্যাকস ফিরেছেন। শ্রীলঙ্কায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ও বিশ্বকাপের স্কোয়াডেও জায়গা হয়নি জেমি স্মিথের। অ্যাশেজের ২০-এর নিচে গড় তার। জুনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজের শেষ তিন টি-টোয়েন্টি ম্যাচে ওপেনিং করেছিলেন। দ্য হান্ড্রেডের সেরা খেলোয়াড় ব্যাটার জর্ডান কক্স ও সিমার সনি বেকার বিশ্বকাপ দলে জায়গা করে নিতে পারেননি। অলরাউন্ডার স্যাম কারেনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। লিয়াম ডউসন ও রেহান আহমেদ স্পিন বিভাগে আদিল রশিদের সঙ্গে যোগ দিয়েছেন।
টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে প্রথমবার কোনো বৈশ্বিক টুর্নামেন্টে নেতৃত্ব দিতে যাচ্ছেন হ্যারি ব্রুক। এই বছরের শুরুতে হতাশাজনক চ্যাম্পিয়ন্স ট্রফির পর জস বাটলারের কাছ থেকে অধিনায়কত্ব পান তিনি।
২০১০ ও ২০২২ সালের ট্রফি জয়ী ইংল্যান্ড গত আসরে সেমিফাইনালে পৌঁছেছিল। ওই ম্যাচে ভারতের কাছে হেরে শেষ হয় তাদের বিশ্বকাপ। আগামী ৮ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের বিপক্ষে ইংল্যান্ড প্রথম বিশ্বকাপ ম্যাচ খেলবে। ১১, ১৪ ও ১৬ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ ও ইতালির মুখোমুখি হবে।
ইংল্যান্ডের বিশ্বকাপ দল: হ্যারি ব্রুক (অধিনায়ক), রেহান আহমেদ, জোফরা আর্চার, টম ব্যান্টন, জ্যাকব বেথেল, জস বাটলার, স্যাম কারান, লিয়াম ডওসন, বেন ডাকেট, উইল জ্যাকস, জেমি ওভারটন, আদিল রশিদ, ফিল সল্ট, জশ টাং, লুক উড।
শ্রীলঙ্কা সিরিজের জন্য ইংল্যান্ডের টি-টোয়েন্টি স্কোয়াড: হ্যারি ব্রুক (অধিনায়ক), রেহান আহমেদ, টম ব্যান্টন, জ্যাকব বেথেল, জস বাটলার, ব্রাইডন কার্স, স্যাম কারান, লিয়াম ডওসন, বেন ডাকেট, উইল জ্যাকস, জেমি ওভারটন, আদিল রশিদ, ফিল সল্ট, জশ টাং, লুক উড।
শ্রীলঙ্কা সিরিজের জন্য ইংল্যান্ডের ওয়ানডে স্কোয়াড: হ্যারি ব্রুক (অধিনায়ক), রেহান আহমেদ, টম ব্যান্টন, জ্যাকব বেথেল, জস বাটলার, ব্রাইডন কার্স, জ্যাক ক্রলি, স্যাম কারান, লিয়াম ডওসন, বেন ডাকেট, উইল জ্যাকস, জেমি ওভারটন, আদিল রশিদ, জো রুট, লুক উড।
এফএইচএম/