বিপিএলের স্থগিত হওয়া দুই ম্যাচ ও টিকিট নিয়ে নতুন সিদ্ধান্ত

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে আজ (মঙ্গলবার) বিপিএলের নির্ধারিত দুটি ম্যাচ স্থগিত করেছিল বিসিবি। সেই দুই ম্যাচের সূচি ঘোষণা করা হয়েছে। আগামীকাল (বুধবার) বিকেল ৩টায় দিনের প্রথম ম্যাচ এবং পরেরটি হবে রাত ৭টা ৪৫ মিনিটে।
এদিকে, আজ হঠাৎ বিপিএলের ম্যাচ স্থগিত হওয়ার ঘোষণায় সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দর্শকদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা যায়। একপর্যায়ে বিশৃঙ্খলা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের ধাওয়া করে। সেসব দর্শকদের জন্যও রয়েছে সুখবর। আজকের নির্ধারিত ম্যাচ দেখতে যারা টিকিট কেটেছেন, ওই টিকিটেই কাল তারা খেলা দেখতে পারবেন।
পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী– আজ দিনের প্রথম ম্যাচ হওয়ার কথা ছিল দুপুর ১টায়। সিলেট টাইটান্স ও চট্টগ্রাম রয়্যালসের এই ম্যাচটি বুধবার বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। আর আজ সন্ধ্যা ৬টায় মুখোমুখি হওয়ার কথা ছিল রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালসের। এই ম্যাচটি হবে বুধবার রাত ৭টা ৪৫ মিনিটে। যদিও পূর্বনির্ধারিত সূচি অনুসারে আগামীকাল খেলা ছিল না। উদ্ভূত পরিস্থিতির পর সিলেট পর্বে আগামী তিনদিন টানা ম্যাচ রয়েছে।
এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এক বিজ্ঞপ্তিতে জানায়, খালেদা জিয়ার মৃত্যুতে দেশে শোক বিরাজ করছে। প্রয়াত দেশনেত্রীর স্মৃতির প্রতি সম্মান জানিয়ে আজ নির্ধারিত সিলেট টাইটান্স বনাম চট্টগ্রাম রয়্যালস এবং ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্সের ম্যাচ স্থগিত করা হয়েছে। এই ম্যাচগুলো পরবর্তীতে নতুন সূচিতে অনুষ্ঠিত হবে। পুনঃনির্ধারিত সূচি সম্পর্কে বিস্তারিত তথ্য যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।

গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন খালেদা জিয়া। গতকাল রাতে আইসিইউতে চিকিৎসাধীন এই নেত্রীর অবস্থা অত্যন্ত জটিল এবং সংকটময় মুহূর্ত পার করছেন বলে তার ব্যক্তিগত চিকিৎসক, দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছিলেন। এরপর সকালেই আসে প্রয়াণের ঘোষণা। দেশের প্রথম নারী ও তিনবারের প্রধানমন্ত্রী না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন।
এসএইচ/এএইচএস