ক্রিকেট অস্ট্রেলিয়ার বর্ষসেরা টেস্ট একাদশে ভারতের ৩ জন

বছর জুড়ে টেস্ট ক্রিকেটে পারফর্ম করা ক্রিকেটারদের নিয়ে টেস্টের বর্ষসেরা একাদশ ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। সেই একাদশে জায়গা পেয়েছেন অস্ট্রেলিয়ার ৪ ক্রিকেটার। আর কোনো দেশের এত ক্রিকেটার নেই সিএর গড়া সেরা একাদশে।
অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা হলেন ট্রাভিস হেড, অ্যালেক্স ক্যারি, মিচেল স্টার্ক এবং স্কট বোল্যান্ড। ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে ছিলেন হেড-ক্যারিরা। আর বোলিংয়ে বরাবরের মতোই ধারাবাহিক ছিলেন স্টার্ক। তবে নতুন সংযোজন বোল্যান্ড এ বছর নিজেকে প্রমাণ করেছেন।
অজিদের পর সর্বোচ্চ ৩ ক্রিকেটার ভারতীয়। এই তালিকায় আছেন লোকেশ রাহুল। চলতি বছরে ১০ ম্যাচের ১৯ ইনিংসে ৪৫.১৬ গড়ে ৮১৩ রান করেছেন এই ওপেনার। ভারত থেকে জায়গা পেয়েছেন শুভমান গিলও। ভারতের টেস্ট অধিনায়ক ৯ ম্যাচে ১৬ ইনিংসে ব্যাটিং করে ৭০.৭১ গড়ে ৯৮৩ রান করেছেন। পেসার জাসপ্রিত বুমরাহও আছেন এই সেরা একাদশে।
দক্ষিণ আফ্রিকা থেকে আছেন দুই জন টেম্বা বাভুমা ও সাইমন হার্মার। ইংল্যান্ড থেকে সুযোগ পেয়েছেন জো রুট ও বেন স্টোকস। একাদশের বাইরে দ্বাদশ ব্যক্তি হিসেবে আছেন ভারতের রবীন্দ্র জাদেজা।
ক্রিকেট অস্ট্রেলিয়ার ২০২৫ সালের সেরা টেস্ট একাদশ—
লোকেশ রাহুল, ট্রাভিস হেড, জো রুট, শুভমান গিল, টেম্বা বাভুমা (অধিনায়ক), অ্যালেক্স ক্যারি, বেন স্টোকস, মিচেল স্টার্ক, জাসপ্রিত বুমরাহ, স্কট বোল্যান্ড, সাইমন হার্মার।
দ্বাদশ ব্যক্তি- রবীন্দ্র জাদেজা।
এইচজেএস