সবাইকে ছাড়িয়ে গেলেন ভারতের দীপ্তি শর্মা

শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে একটি উইকেট নিয়েছেন ভারতীয় অলরাউন্ডার দীপ্তি শর্মা। এতেই নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন তিনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় এক নম্বরে উঠেছেন দীপ্তি।
১৫১টি উইকেট নিয়ে অস্ট্রেলিয়ান কিংবদন্তি পেসার মেগান স্কুটের সঙ্গে যৌথভাবেই শীর্ষে ছিলেন দীপ্তি শর্মা। ফলে অজি তারকাকে পেছনে ফেলতে মাত্র একটি উইকেট দরকার ছিল তার।
ম্যাচে প্রথম তিন ওভার বল করে ২৫ রান খরচ করলেও কাঙ্ক্ষিত উইকেটের দেখা পাননি দীপ্তি। ইনিংসের ১৪তম ওভারে শেষবারের মতো বল করতে আসেন তিনি। দীপ্তির করা ওভারের চতুর্থ বলে ক্রস ব্যাটে খেলেন লঙ্কান ব্যাটার নিলাক্ষিকা ডি সিলভা। কিন্তু ব্যাটে-বলে কোনো সংযোগ না হওয়ায় এলবিডব্লিউর ফাঁদে পড়েন সিলভা। রিভিউ নিয়েও কোনো লাভ হয়নি এই লঙ্কান ব্যাটারের।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন দীপ্তির উইকেট সংখ্যা ১৫২টি। দুইয়ে থাকা মেগান স্কুটের সংগ্রহে আছে ১৫১টি উইকেট। এছাড়া সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় তিন নম্বরে অবস্থান করছেন রুয়ান্ডার বোলার হেনরিয়েতে ইশিমউই। ১১৭ ম্যাচে ১৪৪ টি উইকেট নিয়েছেন তিনি। তার সমান সংখ্যক উইকেট নিয়ে তালিকায় চার নম্বরে অবস্থান প্রোটিয়া তারকা নিদান ডি ক্লার্কের। ইংলিশ স্পিনার সোফি একলেস্টেন আছেন পাঁচ নম্বরে।
দীপ্তি শর্মার রেকর্ড গড়ার দিনে ১৫ রানের জয় পেয়েছে ভারত। ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেটে ১৭৫ রান করে স্বাগতিকরা। জবাবে ২০ ওভারে ৭ উইকেটে ১৬০ রানে থেমেছে শ্রীলঙ্কার ইনিংস।
এমএমএম