ওমরজাইয়ের ঝড়ো ফিফটিতে লড়াকু সংগ্রহ সিলেটের

১৬.৫ ওভারে যখন আফিফ হোসেন ধ্রুব আউট হয়েছেন, সিলেট টাইটান্সের রান ছিল ১২২। পরবর্তী ১৯ বলে ৫১ রান তুলেছেন আজমতউল্লাহ ওমরজাই ও ইথান ব্রুকস। উপহারও ছিল ঢাকা ক্যাপিটালসের পক্ষ থেকে, তারা কয়েকটি সহজ ক্যাচ হাতছাড়া করেছে। শেষ পর্যন্ত আফগানিস্তানের তারকা ওমরজাইয়ের ২৪ বলে ঝোড়ো হাফসেঞ্চুরির সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৭৩ রান সংগ্রহ করেছে সিলেট।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে মাঝে দু’দিন খেলা হয়নি বিপিএলে। এর ভেতর ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটির সূচিও বদলে গেছে। চট্টগ্রাম পর্বের সব ম্যাচই হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। সেখানে আজ (বৃহস্পতিবার) দিনের প্রথম ম্যাচে টস জিতে সিলেটকে আগে ব্যাটিংয়ে পাঠায় ঢাকা। ব্যাট করতে নেমে সিলেট দলীয় ১৫ রানেই সালমান মির্জাকে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ দিয়েছেন ওপেনার রনি তালুকদার (৭ বলে ১১)।

লাগাতার বাঁ-হাতি ব্যাটার এড়াতে ওয়ানডাউনে ব্যাটিংয়ে নামেন সিলেটের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। কিন্তু তিনি হাল ধরতে পারেননি, তাসকিনের বলে ক্যাচ আউট মিরাজ (৬)। চাপে পড়া দলকে টেনে তোলার চেষ্টায় ৬৪ রানের জুটি গড়েন সাইম আইয়ুব ও পারভেজ হোসেন ইমন। যদিও সাইম ধীরগতির ইনিংস (৩৪ বলে ২৯) খেলে ফেরার অল্প সময়ের ব্যবধানে ফেরেন ইমনও। আগের দুই ম্যাচে ফিফটি করা বাংলাদেশি এই ওপেনার এবার ফিরলেন ৬ রানের (৩২ বলে ৪৪) আক্ষেপ নিয়ে।
আফিফ ফিরেছেন ব্যক্তিগত ১৩ রানে। ৫১ রানের জুটি গড়ে বাকি ইনিংস শেষ করেছেন ওমরজাই-ব্রুকস। বিশেষ করে এর আগপর্যন্ত দারুণ ইকোনমি ধরে রাখা সালমান মির্জার এক ওভারেই ২২ রান তুলেছেন ওমরজাই। শেষ পর্যন্ত তিনি অপরাজিত ছিলেন ২৪ বলে ৫০ রানে। এ ছাড়া ৬ বলে ১৩ রান ইথান ব্রুকস। শেষদিকে ঢাকার শামীম পাটোয়ারী, সাইফউদ্দিনরা সহজ ক্যাচ ছাড়ায় সেই ফায়দা তুলেছে সিলেট।

ঢাকার পক্ষে ২ উইকেট নিয়েছেন সালমান মির্জা। এ ছাড়া তাসকিন আহমেদ, সাইফ হাসান ও সাইফউদ্দিন ১টি করে শিকার ধরেন। ওমরজাইদের শেষের ঝড়ের শিকার তাসকিন-সালমান, উভয় পেসারই ৪ ওভারে ৪৬ রান করে দেন।
এএইচএস