ড্রয়ের বৃত্তেই মোহামেডান

ড্রয়ের বৃত্ত থেকে বের হতেই পারছে না বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা মোহামেডান। রহমতগঞ্জ, আরামবাগের পর আজ ব্রাদার্সের বিপক্ষেও টানা ড্র করেছে সাদা কালো জার্সিধারীরা। এতে নয় ম্যাচ শেষে প্রথম লেগে তাদের পয়েন্ট মাত্র ১০।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক চলছে। মুন্সিগঞ্জের ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে আজ ম্যাচ শুরুর সময় এক মিনিট নিরবতা পালন করা হয়।
শুরুর পর পুরো ম্যাচে নিজেদের হোম ভেন্যুতে ব্রাদার্স ইউনিয়ন কোনো গোল করতে পারেনি। এদিকে লিগের বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডানও পায়নি গোলের দেখা।
চ্যাম্পিয়নদের অন্যতম প্রাণভোমরা উজবেক ফুটবলার মোজাফফরভ এই ম্যাচে ছিলেন না। ফলে আক্রমণে তার অভাব ছিল স্পষ্ট। মোজাফফরভ শুধু আজকের ম্যাচই নয়, মৌসুমের বাকি ম্যাচগুলোতেও মোহামেডানের হয়ে খেলবেন না। পারিবারিক কারণ দেখিয়ে তিনি ইতোমধ্যে বাংলাদেশ ছেড়ে উজবেকিস্তান গেছেন।
বাংলাদেশের ঘরোয়া ফুটবলে গত কয়েক বছরের মধ্যে সেরা বিদেশি ফুটবলারদের একজন মোজাফফরভ। মধ্যমাঠ থেকে তার দূরপাল্লার শট, বিশেষ করে ফ্রি কিক ও কর্নার থেকে দুর্দান্ত শটে বেশ কয়েকটি চোখ ধাধানো গোল রয়েছে তার। আক্রমণের পাশাপাশি দলকে রক্ষণেও যথেষ্ট সহায়তা করেন। গত মৌসুমে মোহামেডানের শিরোপা জয়ের পেছনে তার অবদান ছিল অনেক।
জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূইয়া ব্রাদার্স ইউনিয়নের হয়ে খেলেন। ব্রাদার্স ইউনিয়ন প্রথম লেগ শেষে নয় ম্যাচ নয় পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে। আগামীকাল প্রথম লেগের শেষ রাউন্ডের বাকি চার ম্যাচ। কালকের ম্যাচের ফলাফলের উপর পয়েন্ট টেবিল হেরফের হবে আরেক দফা।
এজেড/এমএমএম