আইপিএলের লোগোতে ব্যবহৃত ক্রিকেটার কি আসলেই মাশরাফি?

বাংলাদেশ ও ভারতের রাজনৈতিক বিরোধ এবার প্রভাব ফেলতে যাচ্ছে উভয়ের ক্রিকেটীয় সম্পর্কে। প্রথমে ভারতীয় কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলো আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার দাবি তোলে, এরপর বিসিসিআইয়ের নির্দেশনা মেনে সেই পথে হেঁটেছে কলকাতা নাইট রাইডার্স। যদিও তারা এবারই প্রথম বাংলাদেশি তারকাকে ৯.২০ কোটি রুপিতে কিনেছিল। উদ্ভূত পরিস্থিতিতে পুরোনো এক প্রশ্ন নতুন করে সামনে এসেছে।
২০০৮ সাল থেকে প্রায় প্রতি বছরই ভারতীয় ফ্র্যাঞ্চাইজি লিগটির আসর বসছে। এখন পর্যন্ত টুর্নামেন্টটির লোগোতে বেশ কয়েকবার নতুনত্ব আনা হলেও, সেখানে ব্যবহৃত ক্রিকেটারের প্রতিবিম্ব অপরিবর্তিত রয়েছে। সেই ক্রিকেটার আসলে কে? এমন প্রশ্ন কয়েক বছর আগেও একবার উঠেছিল। ওই সময় মানুষের আলোচনায় ছিল দুটি নাম– দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি এবি ডি ভিলিয়ার্স ও বাংলাদেশের অন্যতম সেরা অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। যদিও আইপিএল কর্তৃপক্ষ বিষয়টি কখনও স্পষ্ট করেনি।
কয়েক বছর আগে ভারতের সাবেক তারকা ক্রিকেটার বীরেন্দর সেবাগ দাবি করেছিলেন– আইপিএলের লোগো দক্ষিণ আফ্রিকার ব্যাটার এবি ডি ভিলিয়ার্সের একটি বিশেষ শটের কথা মাথায় রেখেই পরিকল্পনা করা হয়েছিল। তিনি এক টুইটে লেখেন, ‘ডি ভিলিয়ার্সের শক্তি অন্য সব শক্তিকে পরাজিত করে। অবাক হব না যদি আইপিএলের লোগো গোপনীয়ভাবে ডি ভিলিয়ার্সকে মাথায় রেখে প্রস্তুত করা হয়।’ শেবাগ ওই টুইটটি করেন মূলত আইপিএলে ডি ভিলিয়ার্সের একটি ইনিংসের প্রশংসায়। অর্থাৎ, লোগোটি তার আগেই তৈরি হয়েছিল।
— Shohanur Rahman (@Sohan_RSB) January 3, 2026
যদিও ভারতীয় সাবেক তারকার পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে খুব একটা যুক্তি পাওয়া যায়নি। বিশেষ করে বাংলাদেশি ক্রিকেটভক্তরা দাবি করেন ডি ভিলিয়ার্স নন, বরং আইপিএলের লোগোতে ব্যবহৃত ক্রিকেটারটি মাশরাফি। সাবেক ভারতীয় ক্রিকেটার ও বর্তমানে বিশ্লেষক-ধারাভাষ্যকার আকাশ চোপড়াও একই দাবি করেছিলেন। তিনি এক ভিডিওতে বলেছিলেন, ‘আইপিএলের লোগোটি কোন ক্রিকেটারের শট থেকে নেওয়া হয়েছে? অনেকের মতে এটি ডি ভিলিয়ার্সের। মোটেও না, এটি মাশরাফি বিন মুর্তজার। যদিও তিনি বোলিংয়ের জন্য বেশি পরিচিত। আপনি কি বিশ্বাস করতে পারেন?’
আইপিএল লোগো ২০০৮ সালে যুক্তরাজ্যের ‘ভেঞ্চার-ট্রি’ নামে একটি সংস্থা ডিজাইন করেছিল। পরবর্তীতে লোগোটি প্রায় সব মহলেই প্রশংসা কুড়িয়েছে। সেখানে থাকা ক্রিকেটার মাশরাফি বলে যারা দাবি করেছেন, তাদের মতে ২০০৭ বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে হুবহু একটি শট খেলেছেন সাবেক এই টাইগার অধিনায়ক। আইপিএলে লোগোতে থাকা ক্রিকেটারের জার্সির কলার, ব্যাটের পজিশন, ব্যাট সুইং, হেলমেটের গ্রিল এবং ফুটওয়ার্ক/ভারসাম্য (এক পা নিচে, আরেক পা কিছুটা ওপরে) সবই মিল রয়েছে মুর্তজার সঙ্গে।

প্রসঙ্গত, আইপিএলের লোগো নিয়ে পুরোনো এই আলাপ নতুন করে সামনে এসেছে মুস্তাফিজকে টুর্নামেন্টটি থেকে বাদ দেওয়ার ঘোষণায়। এই ঘটনার রেশ যে এখানেই শেষ নয়, তারও ইঙ্গিত পাওয়া গেছে। ইতোমধ্যে মুস্তাফিজের নিরাপত্তা দিতে ব্যর্থ ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলকে সুরক্ষা নিশ্চিত করতে পারবে কি না সেই প্রশ্ন উঠেছে। একই দাবিতে মুস্তাফিজ-লিটনদের ম্যাচ অন্য আয়োজক শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার দাবি তুলেছেন বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
এএইচএস