সোহান জানালেন, ‘বিন্দাস’ আছেন মুস্তাফিজ

গেল দুই দিন ধরে বিশ্বজুড়ে আলোচনার শীর্ষে মুস্তাফিজুর রহমান। কেননা আসন্ন আইপিএল স্কোয়াড থেকে বাংলাদেশের এই পেসারকে বাদ দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। এরপরই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মাটিতে না খেলার দাবিতে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। অবশ্য গতকাল বিপিএলে রংপুর রাইডার্সকে বল হাতে জিতিয়েছেন মুস্তাফিজ।
পরে সংবাদ সম্মেলনে রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান বলেছেন, ‘আমার কাছে মনে হয় মুস্তাফিজ বিশ্বমানের বোলার। সে এটা অনেক দিন ধরে প্রমাণ করে আসছে। এই বিশ্বাস সবার ওপর আছে। ওকে নিয়ে আর বলার কিছু নেই। সবাই সবসময় মুগ্ধ। ও বিন্দাস (আরামে) আছে। একইসাথে (কেকেআর ইস্যুতে) খারাপ লাগা থাকতেই পারে। সে যেটা ডিজার্ভ করে, আগেও আরও ডিজার্ভ করতো। তবে আমার কাছে মনে হয় সে ভালোই আছে।’
সোহান আরও বলেন, ‘শেষ পর্যন্ত বিশ্বাস ছিল, মুস্তাফিজ আছে। আকিফ জাভেদও ভালো করেছে। শেষ বলে বাউন্ডারি হওয়াতে মুস্তাফিজের ওপর একটু চাপ বেশিই গিয়েছে। গুরুত্বপূর্ণ সময়ে সে তার সেরাটা দিতে পারে।’
সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে সোহান জানান, ‘সত্যি কথা বলতে, আমি সোশ্যাল মিডিয়া অত ফলো করি না। বাইরে কী হচ্ছে, খুব একটা বেশি জানি না। হ্যাঁ কথা হচ্ছিল। মুস্তাফিজের খারাপ লাগা থাকতে পারে। ও সবসময় স্বপ্ন দেখে বাংলাদেশের হয়ে সেরাটা দেওয়ার। আমার কাছে মনে হয় বিন্দাস আছে।’
এসএইচ/এফএইচএম