সাইফের একটানা ব্যর্থতায় যা বললেন কোচ

এশিয়া কাপ ও এর পরে দ্বিপাক্ষিক সিরিজগুলোয় সাইফ হাসান স্বপ্নের মতো সময় কাটিয়েছেন। তবে এবারের বিপিএলে ঢাকা ক্যাপিটালসের এই টপঅর্ডার তার নামের প্রতি সুবিচার করতে পারছেন না। চার ম্যাচে ২৬ রান এসেছে সাইফের ব্যাট থেকে।
গতকাল রংপুর রাইডার্সের বিপক্ষেও সুবিধা করতে পারেননি ঢাকার এই ব্যাটার, ২৪ বলে করেন এই আসরে নিজের সর্বোচ্চ ১৫ রান। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে অফফর্মে থাকা সাইফকে নিয়ে কথা বলেন দলের সহকারী কোচ আশিকুর রহমান মজুমদার।
আগামী বিশ্বকাপে বাংলাদেশ দলের সহঅধিনায়ক সাইফ। প্রাথমিক দল থেকে চূড়ান্ত দলেও জায়গা ধরে রাখতে হলে বিপিএলই তার সামনে শেষ পরীক্ষা। সাইফের ওপর থেকে অবশ্য ভরসা হারাচ্ছেন না আশিকুর, ‘সাইফ বিশ্বমানের খেলোয়াড়, সন্দেহ নেই। হয়তো একটু খারাপ সময় যাচ্ছে। আশা করব সামনের ম্যাচে ফিরে আসবে। মেন্টালি বা টেকনিক্যালি সবই ওর ঠিক আছে। শুধু একটা ভালো দিন দরকার, ভালো সময় দরকার।’
আরও পড়ুন
ঢাকার সহকারী কোচ মাহাবুব আলী জাকির মৃত্যুর পর তার উত্তরসূরি হয়েছেন আশিকুর। নিজের নিয়োগের ব্যাপারে কোচ বলেন, ‘মিঠুনের মাধ্যমে আমার সঙ্গে প্রথম যোগাযোগ করেন বিলাস ভাই। মিঠুন আমাকে ফোন দিয়ে বলে যে ‘আমাদের প্লেয়ারদের জন্য আপনাকে দরকার। একটা দুর্ঘটনা ঘটে গেছে।’ সবাই খুবই আপসেট ছিল। আমাকে বলে আমি যেন প্লেয়ারদের সাহায্য করতে আগ্রহ প্রকাশ করি। আমার মনে হয় না (কোচের মৃত্যু দলের পারফরম্যান্সে প্রভাব ফেলেছে)। পেশাদার জীবনে, পেশাদার ক্রিকেটে আনপ্রেডিক্টেবল বিষয় ঘটবে। এখান থেকে ঘুরে দাঁড়ানোই আসল ব্যাপার। আমাদের ভাগ্য অনুকূলে নেই। তবে খেলোয়াড়রা আপ্রাণ চেষ্টা করছে। দিনদিন উন্নতি করার চেষ্টা করে যাচ্ছে তারা।’
এসএইচ/এফএইচএম