‘মুস্তাফিজ বাংলাদেশের ইতিহাসে অন্যতম সেরা ফাস্ট বোলার’

আইপিএলে প্রথমবার কলকাতা নাইট রাইডার্সের জার্সি গায়ে জড়ানোর সুযোগ ছিল মুস্তাফিজুর রহমানের। ৯.২০ কোটি রুপিতে সবশেষ মিনি নিলাম থেকে তাকে দলে নিয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি। তবে বাংলাদেশি এই তারকাকে কলকাতা স্কোয়াড থেকে গেল শনিবার বাদ দিয়েছে।
মূলত ভারতজুড়ে বাংলাদেশি ক্রিকেটারকে বাদ দিতে বিক্ষোভ করে আসছিল কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলো। যার রেশ ধরে বিসিসিআই ফিজকে বাদ দেওয়ার নির্দেশনা দেয়। যা বাংলাদেশ-ভারতের ক্রিকেটীয় সম্পর্কের ভবিষ্যতকেও শঙ্কায় ফেলেছে!
পরে মুস্তাফিজের আইপিএল খেলতে না পারা এবং আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মাটিতে খেলা নিয়ে দুই দফায় বৈঠক করেন বিসিবি কর্তারা।
সেই সভার পর ভারতের মাটিতে না খেলার কথা জানিয়ে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। আজ মুস্তাফিজের আইপিএল খেলতে না পারা প্রসঙ্গে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেছেন, ‘‘এটা ভারতের ঘরোয়া ক্রিকেট। এটা দেখানো আর না দেখানোর সিদ্ধান্ত সরকারের। তথ্য মন্ত্রণালয় একটা সিদ্ধান্ত নিয়েছে। সরকার যেহেতু সিদ্ধান্ত নিয়েছে, আমরা সেটার সমর্থন করি।’’
মুস্তাফিজকে আইপিএল থেকে রাজনৈতিক কারণে সরিয়ে দেওয়ার ব্যাপারে বিসিবি প্রধান জানান, ‘‘মুস্তাফিজ আমাদের একজন অন্যতম খেলোয়াড়। আমাদের ইতিহাসের অন্যতম সেরা ফাস্ট বোলার। ফারুক (আহমেদ) ভাই, খালেদ মাসুদ পাইলটসহ অনেক ক্রিকেটার আছেন। ক্রিকেটাররা অনেক মান সম্মান নিয়ে ক্রিকেট খেলেন। আমরা যারা আছি আমিসহ, কেউই বিষয়টি ভালোভাবে নিই নি।’
‘‘কোনো ক্রিকেটারকে অসম্মান করা হলে আমরা মর্মাহত হই। আইপিএলের পরে বিশ্বকাপ। ফিটনেসের কোনো কারণ নেই। মুস্তাফিজ বিপিএল খেলছে ফুল ফর্মে। এখানে এর চেয়ে বেশি বলার কিছু নেই।’’
এছাড়া পাশে থাকা বিসিবি সহ-সভাপতি এবং সাবেক সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘‘ছোট্ট একটা জিনিস যোগ করি। বিসিসিআই কিন্তু চিঠি দিয়েছে কেকেআরকে। এখানে আমরা কিন্তু কোনো পার্ট না। একটা রাজনৈতিক কারণে এত ভালো সামর্থ্যবান একজন প্লেয়ার, যে তার অনেক কিছু দেখাতে পারত আইপিএলে, এজন্য আমরা দুঃখিত সবাই। এটা আমরা কেউই মেনে নিতে পারিনি।’’
এসএইচ/এমএমএম