ভারতে বিশ্বকাপ না খেলা নিয়ে ক্রীড়াঙ্গনের প্রতিক্রিয়া

বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানের সঙ্গে চুক্তি বাতিল করেছে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স। মুস্তাফিজের সঙ্গে এমন আচরণের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও সরকার কঠোর অবস্থান নিয়েছে। মুস্তাফিজের নিরাপত্তা নিশ্চিত না হওয়ায় আসন্ন ভারত বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তর করার দাবি জানিয়েছে বিসিবি। আজ তথ্য মন্ত্রণালয় বাংলাদেশ আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করেছে।
আজ মোহামেডান ক্লাবে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল হয়েছে। দোয়া মাহফিল শেষে খালেদা জিয়াকে স্মরণ ও শ্রদ্ধার পাশাপাশি ক্রীড়াঙ্গনের সমসাময়িক বিষয় নিয়ে কথা বলেছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক, ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদীন নান্নু ও ব্রাদার্স ইউনিয়নের আহ্বায়ক ইশরাক হোসেন।
বিসিবির সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ক্রিকেটারদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছেন। তার মতে, 'নিরাপত্তা যদি না থাকে খেলবেন কিভাবে? একটা মানসিক ব্যাপার আছে। বোর্ড সঠিক সিদ্ধান্ত নিয়েছে। শ্রীলঙ্কায় একটি দেশ খেলবে। ফলে বাংলাদেশের দাবি অবশ্যই আইসিসির বিবেচনা করবে আশা করি।' আমিনুল হক বলেন, 'মুস্তাফিজের মতো একজন খেলোয়াড়ের নিরাপত্তার হীনতার কারণ দেখিয়ে ভারত এবং আমাদের যে কলকাতা থেকে তাকে রিলিজ দেওয়া হয়েছে আমরা বিশ্বাস করি যে ভারতে গিয়ে যদি আমরা বিশ্বকাপ যে ক্রিকেট অনুষ্ঠিত হবে সেখানে আমাদের খেলোয়াড়রা কেউই নিরাপদে থাকবে না। সো সেই নিরাপত্তাকে নিশ্চিত করে আমরা মনে করি যে আমাদের অন্য কোনো দেশে যেটি ক্রিকেট বোর্ড আহ্বান করেছে সেখানে যদি হয় তাহলে আলহামদুলিল্লাহ বাংলাদেশ ক্রিকেট দল অবশ্যই সেখানে অংশগ্রহণ করবে।'
ব্রাদার্স ইউনিয়নের আহ্বায়ক ইশরাক হোসেনও আমিনুলের সঙ্গে এক সুরে বলেন, 'বিসিবি একদম সঠিক কাজটি করেছে। এখানে আমাদের খেলোয়াড়দের নিরাপত্তার বিষয়ে বিসিবি কোনো রাজনৈতিক সংগঠন নয়, তারা কেবল নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে আমার বিশ্বাস যে চিঠিটি দিয়েছে সেখানে আমাদের খেলোয়াড়রা নিরাপদ নয়, সঠিক কাজটি করেছে।'
আইপিএল সম্প্রচার বন্ধ নিয়ে আমিনুল বলেন, 'আমি সব সময় বলি সবার আগে আমার বাংলাদেশ। সো বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়টি আমি আগে ধারণ করে ঠিক রেখে আমি আমার অন্যান্য বিষয়গুলো নিয়ে আমি চিন্তা করব। সে ক্ষেত্রে যদি বাংলাদেশ আমরা যদি চিন্তা করি যে না আইপিএলের সম্প্রচার বাংলাদেশে হবে না তাহলে হবে না। দ্যাটস ইট।' ইশরাক এই প্রসঙ্গে বলেন, 'আজকে একটা পদক্ষেপ সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে যে আইপিএল বাংলাদেশে যাতে সম্প্রচার না করা হয় সেটি একটি পদক্ষেপ নিতে বলা হয়েছে। যেহেতু আমাদের বাংলাদেশের জাতীয় দলের খেলোয়াড় মুস্তাফিজ সে শুধু বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড় না সে একজন ব্যক্তি মুস্তাফিজ না। হি ইজ রিপ্রেজেন্টিং বাংলাদেশ ইন দ্যা ইন্টারন্যাশনাল এরিনা। তো তার প্রতি যেকোনো ধরণের অসম্মান করা মানে বাংলাদেশের প্রতি অসম্মান করা, বাংলাদেশের জনগণের প্রতি অ্যাজ এ হোল অসম্মান করা। তাই এই আইপিএল বন্ধের যে পদক্ষেপ নেওয়া হয়েছে এটাকে আমরা সাধুবাদ জানাই। আমরা আগামী দিনে আরও যেকোনো আগ্রাসী মূলক আচরণ আমাদের প্রতি যদি করা হয়ে থাকে সেটা থেকে নিভৃত থাকার জন্য আমরা সকল রাষ্ট্র এবং তাদের যে ক্রীড়া সংস্থাগুলো রয়েছে তাদের প্রতি আহ্বান জানাচ্ছি।'
বাংলাদেশ আইসিসির কাছে ভেন্যু পরিবর্তনের দাবি জানিয়েছে। আইসিসি এখনও আনুষ্ঠানিক কোনো জবাব দেয়নি। আইসিসি বাংলাদেশের দাবি না মানলে ভারতেই থাকবে বাংলাদেশের ম্যাচ। বাংলাদেশ তখন বিশ্বকাপে না গেলে বড় আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে। এ নিয়ে আমিনুল বলেন, 'খেলোয়াড়দের নিরাপত্তা ও দেশের সম্মান সবার আগে। সেটা ঠিক রেখে আমার মনে হয় যে এখনো আলোচনার অনেক সুযোগ রয়েছে।' আইসিসি ভেন্যু বদল না করলে বাংলাদেশকে বিশ্বকাপ বর্জনের মতো কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে। এখনই বর্জন দেখছেন না নান্নু, 'এখনই বর্জনের বিষয়টি আসছে না। বিসিবি বাংলাদেশ দলকে বিশ্বকাপে অবশ্যই পাঠাতে চায়। সেটা ভারতের পরিবর্তে, অন্য দেশে শ্রীলঙ্কায়। একটা বিকল্প তো এখনো রয়েছে।'
দেশের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান আজ ক্রীড়াঙ্গনের সকলের পদচারণায় মুখরিত ছিল। সেই ক্লাবের ফুটবলাররা পারিশ্রমিকের অভাবে খেলতে চান না। ম্যাচ ওয়াকওভার হওয়ার মতো উদ্রেক ঘটে মাঝে মধ্যে। মোহামেডানের সংকট নিয়ে ক্লাবের সাবেক সভাপতি মোসাদ্দেক আলী ফালু বলেন, 'আমি ক্লাবের সমর্থক থেকে সভাপতি হয়েছি। বর্তমানে যারা দায়িত্বে রয়েছেন, তারা অবশ্যই কাজ করছেন। ক্লাবের নির্বাচনের পর সামনে আরো সুন্দরভাবে চলবে মোহামেডান। ফুটবল, ক্রিকেট, হকি সহ সকল খেলায় শিরোপার পাশাপাশি খেলোয়াড়ও তৈরি করবে।'
মোহামেডানের সাবেক ডিরেক্টর ইনচার্জ লোকমান হোসেন চলমান সংকটের বিষয়ে কিছু বলেননি। ক্লাবের নির্বাচন ও ভবিষ্যত নিয়ে অন্য দিন মিডিয়ার সামনে আলোচনার কথা জানিয়েছেন। মোহামেডান ক্লাবের পরিচালনা পর্ষদের মেয়াদ ২ বছর। ২০২১ সালের নির্বাচিত বোর্ড আরো দুই বছর আগেই মেয়াদ উত্তীর্ণ। নির্বাচন আয়োজনের জন্য আদালতের একটি নিদের্শনাও রয়েছে। জাতীয় নির্বাচনের আগেই মোহামেডানের নির্বাচন হওয়ার কথা থাকলেও এখন সেটি পরেই হচ্ছে।
এজেড/এইচজেএস