যে দুজনকে দলে নিয়ে ‘ভাগ্যবান’ রংপুর

সরাসরি চুক্তিতে রংপুর রাইডার্স দলে নিয়েছিল মুস্তাফিজুর রহমানকে। আর প্রথম ধাপে অবিক্রিত থাকা মাহমুদউল্লাহ রিয়াদকে শেষ মুহূর্তে তারা দলে টানে। এই দুই ক্রিকেটার প্রত্যেক ম্যাচেই প্রমাণ করছেন, তাদের নিয়ে ভুল করেনি এই ফ্র্যাঞ্চাইজি। ডেথ ওভারে দারুণ বোলিং করে মুস্তাফিজ দলের সাফল্যে রাখছেন অবদান, আর মাহমুদউল্লাহ ব্যাট হাতে ফিনিশার হিসেবে দলের নির্ভরযোগ্য খেলোয়াড় হয়ে উঠেছেন। গতকাল (সোমবার) চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে ৫ উইকেটে জয়ের পর এই দুই খেলোয়াড়ের প্রশংসা করলেন রংপুরের সহকারী কোচ মোহাম্মদ আশরাফুল।
ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে আগের ম্যাচে মুস্তাফিজের বোলিং নিয়ে তিনি বলেন, ‘অবশ্যই, বিশেষ করে শেষ ম্যাচে ঢাকার সঙ্গে অসাধারণ জয়। মুস্তাফিজ যে শেষ ২ ওভার বল করেছে (৬ রান দিয়েছে)। বিশ্ব চ্যাম্পিয়ন এই ফরম্যাটের জন্য, যেকোনো দলের জন্য সে গুরুত্বপূর্ণ। আমরা খুব সৌভাগ্যবান যে মুস্তাফিজকে ডিরেক্ট সাইনিং করতে পেরেছি। তাকে যে কারণে নিয়েছি, সে পারফরম্যান্সটা পাচ্ছি তার কাছ থেকে।’
আইপিএল থেকে বাদ পড়ার পর মুস্তাফিজের মানসিক অবস্থা প্রসঙ্গে আশরাফুল বললেন, ‘না ও একদমই চিলমুডে আছে। এগুলো নিয়ে একদমই চিন্তিত না। এখন রংপুর রাইডার্স নিয়ে মনোযোগী সে, পরে যা আসবে সেটা নিয়ে।’
এদিকে ফিনিশিংয়ে আরও একবার দায়িত্বের বড় পরিচয় দিলেন মাহমুদউল্লাহ। তার দায়িত্বশীল ব্যাটিং নিয়ে আশরাফুল বলেছেন, ‘নিলামে যখন দল করেছিলাম, আমাদের ফিনিশার দরকার ছিল। আমরা সবাই জানি বাংলাদেশ দলে মাহমুদউল্লাহ রিয়াদ ২০০৭ সাল থেকে এই রোলে কত ম্যাচ ফিনিশ করেছিল, এই পজিশনে প্লেয়ার দরকার। মাহমুদউল্লাহর চেয়ে বেটার কেউ আর নাই। প্রথম ম্যাচ আনলাকি, ১ বলের জন্য নেমেছিলেন। এখন গত ৩-৪ বছরের মধ্যে ক্যারিয়ারের সেরা সময়টা। যদিও ২০১৪-১৮ পর্যন্ত হাথুরুর অধীনে ওর ক্যারিয়ারের সেরা সময় ছিল আমি মনে করি, গড় প্রায় ৫০। এখনও অসাধারণ সময় কাটাচ্ছে। আমরা মাহমুদউল্লাহকে পেয়ে ভাগ্যবান, মুস্তাফিজের মতো।’
মাহমুদউল্লাহর অনুশীলন নিয়ে আশরাফুল জানান, ‘দেখেন যারা লিজেন্ড, মাহমুদউল্লাহ আমাদের একজন লিজেন্ড, দেখবেন যারা বিশেষ ব্যাটার, তাদের অল্প ব্যাট করলেই হয়। তারা ব্রেইনের কাজ বেশি করে। সে এখন ফিটনেসের কাজ বেশি করে, এটাই দরকার। ভালো ব্যাটারদের বেশি প্র্যাকটিস লাগে না। তবে সে অনেক ট্রেনিং করে, মুশফিক-মাহমুদউল্লাহ ওরা অনেক ট্রেনিং করে। যখন যে টুর্নামেন্টে খেলবে সে অনুযায়ী প্রস্তুতি নেয়, ফিটনেস, জিম, ব্রেইন নিয়ে কাজ করে থাকে।’
এসএইচ/এফএইচএম