‘গত ৩-৪ বছরের মধ্যে সেরা ব্যাটিং করছে মাহমুদউল্লাহ’

বিপিএলে এবার রংপুরের রাইডার্সের হয়ে খেলছেন মাহমুদউল্লাহ রিয়াদ। নিলামে প্রথম দফায় কেউ তাকে দলে নিতে আগ্রহ দেখায়নি। পরে রংপুর তাকে দলে নেয়। আর সুযোগ পেয়েই একের পর এক ম্যাচে ব্যাট হাতে ভেলকি দেখাচ্ছেন অভিজ্ঞ এই ব্যাটার।
রংপুরের সহকারী কোচ মোহাম্মদ আশরাফুলের মতে, গত ৩-৪ বছরের মধ্যে সেরা ছন্দে এখন মাহমুদউল্লাহ। গতকাল (সোমবার) চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে ১৯ বলে ৩০ রানের অপরাজিত ইনিংস খেলে দারুণ জয়ে বড় অবদান রাখেন তিনি। এর আগে সিলেট টাইটান্সের বিপক্ষে ১৬ বলে ৩৪ ও ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে তিনি খেলেন ৪১ বলে ৫১ রানের ইনিংস। পরপর তিন ম্যাচে দলকে জেতানো ইনিংস খেলে কোচের প্রশংসায় ভাসছেন এই ব্যাটিং অলরাউন্ডার।
চট্টগ্রামের বিপক্ষে জেতার পর সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহকে নিয়ে আশরাফুল বলেন, ‘মাহমুদউল্লাহ এখন যে ব্যাটিং করছে, ওর গত ৩-৪ বছরের মধ্যে সেরা। ওর ক্যারিয়ারের সেরা সময় ছিল হাথুরুসিংহের সময়, ২০১৪ থেকে ২০১৮ পর্যন্ত। এখনো অসাধারণ সময় কাটাচ্ছে। আমাদের সৌভাগ্য তাকে পাওয়া।’

আশরাফুল বললেন, শুরু থেকেই তাদের পরিকল্পনায় ছিলেন মাহমুদউল্লাহ, ‘আমরা যখন নিলামে বসেছিলাম, একজন ফিনিশার প্রয়োজন ছিল। মাহমুদউল্লাহর অভিষেক ২০০৭ সালে। তার পর থেকে আমরা সবাই জানি, এই ভূমিকাটা সে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমরা জানতাম যে, এই পজিশনে একজনকে দরকার ও মাহমুদউল্লাহর চেয়ে ভালো কেউ নেই।’
মাহমুদউল্লাহ ফিটনেস ও মানসিক কাজ করে চলেছেন জানালেন সাবেক ব্যাটিং তারকা, ‘মাহমুদউল্লাহ তো আমাদের কিংবদন্তি ক্রিকেটার। বিশ্ব ক্রিকেটে সব মিলিয়ে যদি দেখেন, যারাই কিংবদন্তি ক্রিকেটার, বিশেষ করে যারা ব্যাটার, তাদের অল্প ব্যাটিং করলেই হয়। তারা মস্তিষ্কের কাজটাই বেশি করেন।’
বাংলাদেশের অভিজ্ঞ এই ব্যাটারের অনুশীলন দৃষ্টি কেড়েছে আশরাফুলের, ‘সে (মাহমুদউল্লাহ) এখন প্রচুর ফিটনেসের কাজ করে। এটা আসলে মূল ব্যাপার হওয়া উচিত। যারা ভালো ব্যাটার, তাদের বেশি বোলিং করা লাগে না, আমি মনে করি। কিন্তু সে প্রচুর ট্রেনিং করে এবং যে টুর্নামেন্ট খেলবে, সেটার জন্য ভালোমতো প্রস্তুতি নেয়। এখন নিয়মিত ফিটনেস নিয়ে কাজ করে, জিম করে এবং মস্তিষ্ক দিয়ে কাজ করে।’
এসএইচ/এফএইচএম