বাসায় ফিরেছেন কোমা থেকে ফেরা সাবেক অজি ক্রিকেটার

মৃত্যুর সঙ্গে লড়াইয়ে ফিরে এলেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ডেমিয়েন মার্টিন। কোমা থেকে জেগে ওঠার পর তার শারীরিক অবস্থার আরো উন্নতি হয়েছে। ফলে আজ হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন তিনি।
গত ২৬ ডিসেম্বর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মার্টিন। এরপর তাকে কুইন্সল্যান্ডের একটি হাসপাতালে ভর্তি করা হয়। তখন দেখা যায় মেনিনজাইটিসে আক্রান্ত হয়েছেন। এরপর চার দিন ধরে কোমায় ছিলেন ৫৪ বছর বয়সী এই ব্যাটার। কোমা থেকে জেগে উঠার পর তাকে পর্যবেক্ষণে রেখেছিলেন চিকিৎসকরা।
হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাসায় গেছেন মার্টিন। অস্ট্রেলিয়ান এই ব্যাটিং গ্রেটকে বাসায় নিয়ে যাওয়ার কথা নিশ্চিত করেছেন তার সাবেক সতীর্থ অ্যাডাম গিলক্রিস্ট।

গিলক্রিস্ট বলেন, 'ডেমিয়েম মার্টিন এখন বাসায়। সে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে এবং সেরে ওঠার পথে অসাধারণ উন্নতি করেছে। এই যাত্রায় তার আরও কিছুটা পথ পাড়ি দিতে হবে এবং কিছু কাজ করতে হবে। তবে সৌভাগ্যক্রমে, তাকে বাসায় যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে এবং সেখানে থেকেই পুরোপুরি সেরে উঠতে পারবে।'
প্রায় ১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার মার্টিনের। ১৯৯২ থেকে ২০০৬ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। ক্যারিয়ারে ৬৭টি টেস্টে ৪৬.৩৭ গড়ে করেছেন ৪৪০৬ রান, আছে ১৩টি সেঞ্চুরি।
এইচজেএস