জয়ী রানটা আমিই করতে চেয়েছিলাম, বিদায়ী টেস্টের পর খাজা

আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে রূপকথার মতো বিদায় চাননি অস্ট্রেলিয়ান ব্যাটার উসমান খাজা। শেষ ম্যাচে চেয়েছিলেন শুধু দলের জয়, হয়েছেও তাই। অ্যাশেজ সিরিজের শেষ ম্যাচে ইংলিশদের ৫ উইকেটে হারিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। তাতেই ৪-১ ব্যবধানে সিরিজ জিতেছে অজিরা।
সিডনিতে অ্যাশেজের পঞ্চম ও শেষ টেস্ট ছিল খাজার ৮৮তম ও বিদায়ী ম্যাচ। জয়ের পথে অপরাজিত থেকে ম্যাচ শেষ করার সুযোগ ছিল। কিন্তু জশ টাংয়ের বলে মাত্র ৬ রানে আউট হয়ে ফেরেন তিনি।
ব্যাট হাতে সুবিধা করতে না পারলেও মাঠে গার্ড অব অনার পান উসমান খাজা। ক্রিজে দুই পাশে সারি সারি হয়ে দাঁড়ান ইংলিশ ক্রিকেটাররা। প্রতিপক্ষ দলের অধিনায়ক বেন স্টোকসের সঙ্গে করমর্দনও করেন তিনি। আর আউট হয়ে মাঠ ছাড়ার আগে দর্শকদের অভিবাদন নেন। হেলমেট ও গ্লাভস খুলে ব্যাট উঁচিয়ে ধরেন খাজা। এর আগে মাঠেই সিজদায় দেন তিনি।
ম্যাচ শেষে খাজা বলেন, “জয়ী রানটা আমিই করতে চেয়েছিলাম চেয়েছিলাম। কিন্তু সবচেয়ে বড় কথা, শেষ ম্যাচে দল জিতেছে। সতীর্থদের সঙ্গে উদযাপন করতে পেরেছি। এজন্য কৃতজ্ঞ।’’
বিদায়ী টেস্টে আবেগ ভর করেছিল খাজার ওপর। প্রথম ইনিংসে ১৭, দ্বিতীয় ইনিংসে করেন ৬ রান। নিজেই স্বীকার করলেন, মনোযোগ ধরে রাখা কঠিন ছিল। তিনি বলেন, “পুরো ম্যাচজুড়ে আবেগ নিয়ন্ত্রণে রাখতে পারিনি। অনেক চেষ্টা করেছি। কিন্তু এখানে মনোযোগ দেওয়া খুব কঠিন ছিল।”
এরপরও ক্যারিয়ারে খাজার অর্জন অনন্য। অস্ট্রেলিয়ার হয়ে ৬০০০-এর বেশি টেস্ট রান করা মাত্র ১৬ জন ব্যাটারের একজন তিনি। করেছেন ১৬টি সেঞ্চুরি। ওপেনার হিসেবে ৩০০০-এর বেশি রান করা অস্ট্রেলিয়ানদের মধ্যে তার গড় ৪৮.০৫। যা কেবল বব সিম্পসন, ম্যাথু হেইডেন ও জাস্টিন ল্যাঙ্গারের চেয়ে কম।
এদিকে স্টিভেন স্মিথও প্রশংসায় ভাসান দীর্ঘদিনের সতীর্থকে। তিনি বলেন, “ওর ক্যারিয়ার অসাধারণ। ১৫ বছর আগে এখানেই ওর অভিষেক দেখেছি। ড্রেসিংরুমে ওকে খুব মিস করা হবে।’’
এমএমএম