শেষ চার নয়, ২ পয়েন্টের আশায় নোয়াখালী

চলমান বিপিএলে নতুন দল হিসেবে যুক্ত হয়েছিল নোয়াখালী এক্সপ্রেস। সমর্থকদের কাছ থেকেও বেশ সাড়া পেয়েছে নতুন এই ফ্র্যাঞ্চাইজিটি। তবে মাঠের পারফরম্যান্স বেশ হতাশাজনক। এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে কোনো ম্যাচেই জয় পায়নি নোয়াখালী। যা বিপিএলে কোনো দলের টানা হারের রেকর্ড।
আজ রাজশাহী ওয়ারিয়র্সের কাছে হারের পর নোয়াখালী আর শেষ চার নিয়ে ভাবছে না, এমনটাই জানালেন সৌম্য সরকার। তিনি বলেন, 'আমি শুরুতেই বলেছি, আমাদের এখন মূল চিন্তা একটা ম্যাচ আগে জিততে হবে। জিতে মোমেন্টাম নিয়ে আসতে হবে তারপর অন্য চিন্তা।'
দলের সবাই জয়ের জন্য মরিয়া দাবি করে সৌম্য বলেন, 'পুরোটা তো বলতে পারব না। গত যে কয়টা ম্যাচ আমি খেলেছি, সবাই একটা ম্যাচ জেতার জন্য মরিয়া হয়ে আছে। সবাই সবার সেরাটা দেওয়ার চেষ্টা করছে। হয়ত কোনো কারণে ক্লিক করতে পারছে না।'
নোয়াখালীর দর্শকরা স্বাভাবিকভাবেই খুব হতাশ। তবে খেলোয়াড়রাও হতাশ বলে জানান সৌম্য, 'তাদের জন্য তো খারাপ লাগেই। আমাদের খারাপ লাগাটা উনারা দেখছে কি না জানি না। আমরা চেষ্টা করছি উনাদের খুশি করার জন্য। হ্যাঁ ব্যর্থ হচ্ছি, তাদের কাছে সরি বলব। এত কষ্ট করে খেলা দেখতে আসে কিন্তু আমরা… আমরা চেষ্টা করছি। দর্শকরা তো রানের জন্যই আসে, রান হবে উইকেট পড়বে। আমরা সেটা দিতে পারছি না। টিমের ব্যর্থতা, ব্যাটারদের ব্যর্থতা বলতে পারেন।'
এসএইচ/এইচজেএস