নোয়াখালীর প্রথম শিকার হয়ে রংপুর কোচ বললেন, ‘এটা পার্ট অব গেইম’

চলমান বিপিএলে নতুন দল হিসেবে যুক্ত হয়েছে নোয়াখালী এক্সপ্রেস। তবে শুরুর ৬টি ম্যাচে হারের ফলে প্লে-অফের দৌড় থেকে ছিটকে পড়েছে আগেই। গতকাল রংপুর রাইডার্সের বিপক্ষে প্রথম জয় তুলে নিয়েছে দলটি। নোয়াখালীর কাছে হারের পর রংপুরের স্পিন বোলিং কোচ মোহাম্মদ রফিক এই ম্যাচের বিভিন্ন দিক নিয়ে কথা বলেন।
সংবাদ সম্মেলনে রফিক বলেছেন, ‘দেখেন আমাদের টার্গেট মোটামুটি ভালোই ছিল। আমরা পাওয়ার প্লেতে কিন্তু প্রতি ম্যাচে ভালো করতে পারছি না। এখানে একটু পিছিয়ে আছি। মাঝে একটু রান করলে ২-১ উইকেট গেলে আবার স্লো হয়ে যায়। ওভারঅল আমাদের ব্যাটিংটা একটু খারাপ হচ্ছে।’
১৪৯ রানের টার্গেট রংপুরের জন্য খুব বেশি নয়, তবুও এমন ব্যাটিং! রফিক বললেন, ‘সেটাই তো বললাম। আজকে সম্পূর্ণ কিন্তু যে আউটগুলো দেখেছেন ভুল শট চয়েসে আউট হয়েছে। আমাদের যেভাবে দল হয়েছে, চেহারায় কিন্তু খেলা হয় না, খেলা হয় মাঠে। সেখানেই আমরা পিছিয়ে আছি।’
পরে স্পিনার রাকিবুল হাসানকে নিয়ে রফিক বলেছেন, ‘আলহামদুলিল্লাহ দেখেন, ১-২ ম্যাচ বা একটা টুর্নামেন্ট দেখে কাউকে বিচার করতে পারবেন না। সময় দিতে হবে। সময় যখন নেবেন, সেখানেও সময় দিতে হবে। তাহলে আমার কাছ থেকে কিছু পাবেন। আমি মনে করি এসব ছেলেরা (রাকিবুল হাসানরা) যত সময় নেবে, তত আরও বেটার হবে। আমি মনে করি বাংলাদেশকে ভবিষ্যতে অনেক কিছু দেওয়ার বাকি আছে এদের।’
এছাড়া নোয়াখালীর কাছে হারা নিয়ে রফিক জানান, ‘এটা আসলে পার্ট অব গেইম। এটা কেউ বলতে পারবে না। দেখবেন বড় অনেক দল ছোট ছোট অনেক দলের সঙ্গে ধরা খেয়ে যায়। কোচ কিন্তু মিটিংয়ে বলেছে, দেখো ওদের হারানোর কিছু নেই। আমাদের কিন্তু হারানোর অনেক কিছু আছে।’
এসএইচ/এফএইচএম