৭-০ গোলে জিতল ঋতুপর্ণারা

নারী ফুটবল লিগে রাজশাহী স্টার প্রথম দুই ম্যাচই জিতেছে। দুই ম্যাচ জিতলেও জাতীয় দলের সুপারস্টার ঋতুপর্ণা চাকমা গোল পাননি। আজ সানজিদার পুলিশ এফসির বিরুদ্ধে ঋতুপর্ণার রাজশাহী ৭-০ গোলে জয়লাভ করে। তারকা ফুটবলার ঋতুপর্ণা জোড়া গোল করেন।
বাংলাদেশ নারী ফুটবল লিগে আজ পাঁচ ম্যাচ ছিল। সন্ধ্যা সাতটায় দিনের শেষ ম্যাচ ছিল পুলিশ ও রাজশাহী স্টারের মধ্যে। দুই দলেই জাতীয় দলের ফুটবলার থাকায় ম্যাচটি প্রতিদ্বন্দ্বিতার প্রত্যাশা ছিল। ৯ ও ১২ মিনিটে ঋতুপর্ণার জোড়া গোলে ২-০ লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে রাজশাহী। পরের অর্ধে রাজশাহী আরো ৫ গোল করে।
নারী ফুটবলে লিগে আজ অন্য ম্যাচগুলোতে জয়লাভ করেছে ফরাশগঞ্জ, সদ্য পুষ্করণী, বাংলাদেশ সেনাবাহিনী, আনসার ভিডিপি। আজ ছিল লিগের চতুর্থ রাউন্ডের ম্যাচ। দিনের প্রথম ম্যাচে আনসার ভিডিপি উমহেলা মারমার ৫ গোলে নাসরিনকে পরাজিত করে। গত লিগের চ্যাম্পিয়ন নাসরিন স্পোর্টিং একাডেমি হেরেই চলছে। আজকের ম্যাচে অবশ্য এক গোল পরিশোধ করেছে। পরের ম্যাচে হয়েছে ১৮ গোল। উন্নতি খাতুন ডাবল হ্যাটট্রিক করে ম্যাচ সেরা হন।
সদ্য পুষ্করণী ৭-০ গোলে ঢাকা রেঞ্জার্সকে পরাজিত করে। চার গোলদাতা ঝিনুক হন ম্যাচ সেরা। ফরাশগঞ্জ ৯-০ গোলে সিরাজ স্মৃতিকে হারায়। শামসুন্নাহার জুনিয়র ৪ গোল করে ম্যাচ সেরা, মারিয়া মান্দাও হ্যাটট্রিক করেন।
এজেড/এইচজেএস