আলোনসোর বিদায় ও রিয়ালের দায়িত্ব পেয়ে যা বললেন নতুন কোচ

মৌসুমে অধারাবাহিক পারফরম্যান্সের জন্য রিয়াল মাদ্রিদ কোচ জাবি আলোনসোর চাকরিটা যাই যাই করছিল। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে ৩-২ গোল ব্যবধানে হারের পরই দলটিতে তার সাত মাসের কোচিং অধ্যায় শেষ হয়ে গেল। অল্প সময়ের মাঝেই আলভারো আরবেলোয়াকে নতুন কোচ পদে নিয়োগ দিয়েছে রিয়াল। যদিও তার দায়িত্বের মেয়াদ কতদিন তা এখনও নিশ্চিত করেনি।
লস ব্লাঙ্কোসদের সঙ্গে আরবেলোয়ার সম্পর্কটা বেশ পুরোনো। তিনি খেলোয়াড় হিসেবে ২০০৯ থেকে ২০১৬ পর্যন্ত রিয়াল মাদ্রিদের হয়ে ২৩৮ ম্যাচ খেলেছেন আরবেলোয়া। জিতেছেন দুটি চ্যাম্পিয়ন্স লিগসহ আটটি শিরোপা। স্পেনের জার্সিতে খেলেছেন ৫৬ ম্যাচ। ছিলেন ২০১০ বিশ্বকাপ এবং ২০০৮ ও ২০১২ ইউরোজয়ী দলে। এতদিন রিয়াল মাদ্রিদের ‘বি’ দল কাস্তিয়ার কোচ ছিলেন আরবেলোয়া। ২০২৫ সালের জুন থেকে দায়িত্ব নেওয়ার পর তার অধীনে কাস্তিয়া প্রিমেরা আরএফইএফের গ্রুপ–১ তে চতুর্থ স্থানে রয়েছে দলটি।
বিদায়ী কোচ জাবি আলোনসোর প্রশংসা করে আরবেলোয়া জানিয়েছেন, ‘আমাকে গতকাল বিকালে জানানো হয়, জাবি ও ক্লাব একটি চুক্তিতে পৌঁছেছে। তারা চায় আমি যেন দায়িত্বটা নিই। অবশ্যই আমি জাবির সঙ্গে কথা বলেছি। এখানকার সবাই জানে আমরা কতটা ঘনিষ্ঠ। আমি তার খুব প্রশংসা করি এবং তাকে পছন্দ করি। তবে জাবির সঙ্গে আমার আলোচনার বিষয়টি আমাদের মধ্যেই থাকুক।’

রিয়াল মাদ্রিদ সিনিয়র দলের দায়িত্ব পাওয়া নিঃসন্দেহে রোমাঞ্চকর আরবেলোয়ার জন্য। সংবাদ সম্মেলনে এসে তিনি বলেন, ‘আমার বয়স প্রায় ৪৩ বছর এবং এখানে আমি ২০ বছর ধরে আছি, আমার জীবনের অর্ধেক। এটি ইতিহাসের সেরা ক্লাব। এটি বিশেষ দিন। মাদ্রিদের অংশ হওয়ার আগের দিনগুলোর মতোই। আমার দায়িত্ব সম্পর্কে আমি অবগত ও খুবই রোমাঞ্চিত। রিয়াল মাদ্রিদ আমাকে যতদিন চাইবে, ততদিন থাকব। এটি আমার বাড়ি।’
চলতি মৌসুমের শুরুতে লা লিগার টেবিল টপার হলেও, সেটি ধরে রাখতে পারেনি রিয়াল (১৯ ম্যাচে ৪৫ পয়েন্ট)। শিরোপাধারী বার্সেলোনার চেয়ে ৪ পয়েন্টে পিছিয়ে থেকে বর্তমানে তারা দুইয়ে রয়েছে। এ ছাড়া চ্যাম্পিয়ন্স লিগে ৬ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ১৫ বারের চ্যাম্পিয়নদের অবস্থান সাত নম্বরে। কিছুটা বিশৃঙ্খল দলকে গুছিয়ে নিতে খুব একটা সময় পাচ্ছেন না আরবেলোয়া। আগামী বুধবার তাদের কোপা দেল রের শেষ ষোলোর ম্যাচে নামতে হবে।
তবে নতুন এই কোচকে রিয়ালকে লা লিগার ধারাবাহিকতায় ফেরার ক্ষেত্রে মূল পরীক্ষাটা দিতে হবে। আসন্ন কোপা দের রে ম্যাচ নিয়ে মুখিয়ে আছেন বলে জানিয়েছেন আরবেলোয়া, ‘আমি সত্যিই আমার প্রথম ম্যাচের জন্য উন্মুখ হয়ে আছি, আমরা কোপায় (কোপা দেল রে) সবকিছুর জন্য খেলছি। আমার কাছে অসাধারণ একটা দল আছে। শুরুর জন্য আমার তর সইছে না।’
এএইচএস