দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ

সম্প্রতি ভালো সময় যাচ্ছে না রিয়াল মাদ্রিদের। স্প্যানিশ সুপার কাপে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সোলোনার বিপক্ষে হারের পর চাকরিচ্যুত করা হয় কোচ জাবি আলোনসোকে। নতুন কোচের অধীনে কোপা ডেল রের ম্যাচে হারে দ্বিতীয় সারির টুর্নামেন্টের ক্লাবের বিপক্ষে। এবার লিগে লেভেন্তের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ছিটকে গেলেন দলীয় অন্যতম সেরা তারকা কিলিয়ান এমবাপে।
ইনজুরির কারণে এই সপ্তাহে লেভেন্তের বিপক্ষে ম্যাচে মাঠে নামতে পারবেন না এই ফরাসি ফুটবলার। সদ্য বরখাস্ত হওয়া জাবি আলোনসোর জায়গায় দায়িত্ব নেওয়া আলভারো আরবেলোয়ার জন্য এটা নতুন ধাক্কা।
ফরাসি সংবাদ মাধ্যম লেকিপের বরাত দিয়ে গোল ডটকমের প্রতিবেদনে বলা হয়, বাঁ হাটুর ইনজুরিতে ভুগছেন এমবাপে। ব্যথা কিছুটা কম থাকলেও ম্যাচ খেলার মতো অবস্থায় নেই তিনি। ফলে লেভেন্তের বিপক্ষে তাকে ঝুঁকিতে ফেলতে চাইছে না মেডিকেল টিম।
আরবেলোয়ার জন্য এমবাপের অনুপস্থিতি বড় মাথাব্যথা হয়ে দাঁড়িয়েছে। কারণ এই ম্যাচটি এখন শুধুই একটি লিগ ম্যাচ নয়, বরং লিগের শিরোপার স্বপ্ন বাঁচিয়ে রাখার লড়াই। বর্তমানে বার্সেলোনার থেকে চার পয়েন্ট পিছিয়ে রিয়াল। এখান আর কোনো হোঁচট শিরোপা স্বপ্নকে বড় ধাক্কা দিতে পারে।
এমবাপের পাশাপাশি এই ম্যাচে খেলতে পারবেন না এডের মিলিতাও, আন্তোনিও রুডিগার ও ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডও। ফলে আক্রমণ ও রক্ষণ দুই বিভাগেই বিকল্প খুঁজতে হচ্ছে নতুন কোচকে।
এদিকে এমবাপ্পের ‘অনিয়মিত ফিটনেস’ নিয়ে স্পেনজুড়ে বিতর্কও বাড়ছে। চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে না খেললেও, পরে ক্রিস্টিয়ানো রোনালদোর এক বর্ষে সর্বোচ্চ গোলের রেকর্ড স্পর্শ করতে শেষ তিন ম্যাচে খেলেন তিনি। তিন ম্যাচে করেন চার গোল। তবে রেকর্ড ছোঁয়ার পরই আবার চোট বাড়ে।
সেই সিদ্ধান্তের খেসারত এখন দিচ্ছে রিয়াল। নতুন বছরে এখন পর্যন্ত দুটি ম্যাচ মিস করেছেন এমবাপ্পে। আর তার অনুপস্থিতিতেই সবচেয়ে বড় পরীক্ষার মুখে পড়ছেন আলভারো আরবেলোয়া।
এমএমএম/