ফাউলের জন্য ফুটবলে রাগবির ‘সিন-বিন’ পদ্ধতি চালুর পক্ষে এনরিকে

ফুটবলে কেউ ফাউল করলে লাল বা হলুদ কার্ড দেখানো হয়। তবে এই নিয়ম পাল্টে রাগবির ‘সিন-বিন’ পদ্ধতির আদলে নতুন নিয়ম চালু করার ব্যাপারে ইতিবাচক মত দিয়েছেন পিএসজি কোচ লুইস এনরিকে। এই পদ্ধতিতে ফাউল করার অপরাধে খেলোয়াড়দের সাময়িকভাবে মাঠের বাইরে রাখা হয়।
সাধারণত রাগবিতে ‘সিন-বিন’ ব্যবহার করা হয়, যেখানে কোনো খেলোয়াড় ফাউল করলে তাকে ১০ মিনিটের জন্য মাঠের বাইরে পাঠানো হয়। ফুটবলে তেমন পদ্ধতি নেই, কেবল হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করা হয় বা লাল কার্ড দিয়ে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। লুইস এনরিকেকে একটি কথিত ‘অরেঞ্জ’ কার্ডের প্রস্তাব সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল, যার মাধ্যমে কোনো খেলোয়াড়কে ২০ মিনিটের জন্য মাঠের বাইরে রাখা হতে পারে।
আগামী শুক্রবার লিলের বিপক্ষে লিগ ওয়ানের ম্যাচের আগে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমাদের এই ধরনের বিষয়গুলো নিয়ে গবেষণা চালিয়ে যাওয়া উচিত। খেলা হিসেবে ফুটবলের বিবর্তন হওয়াটা জরুরি। যতক্ষণ পর্যন্ত উন্নতির সম্ভাবনা আছে এবং সমর্থকদের জন্য খেলাকে আরও বেশি আক্রমণাত্মক করে তোলা যায়।’
আক্রমণাত্মক খেলা আরও উন্নত করার জন্য মাঠের জায়গা বাড়ানোর বিষয়েও এনরিকে কথা বলেন। তিনি স্মরণ করিয়ে দেন যে, ‘আমার মনে আছে বছর তিনেক আগে সাবেক উয়েফা সভাপতি মিশেল প্লাতিনি ১১ জনের বদলে ১০ জন খেলোয়াড় নিয়ে খেলার কথা বলেছিলেন। এই বিষয়গুলো আমাদের খেলার ওপর কী প্রভাব ফেলবে তা বিশ্লেষণ করা প্রয়োজন। তবে নতুন কিছু খুঁজে পাওয়ার ব্যাপারে আমি সবসময়ই আগ্রহী।’
এই সপ্তাহের ম্যাচের আগে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজি বর্তমানে টেবিলের শীর্ষে থাকা লেন্সের চেয়ে এক পয়েন্টে পিছিয়ে রয়েছে।
এফএইচএম/