মালদ্বীপের কাছে বাংলাদেশের বড় হার

থাইল্যান্ডের ব্যাংককে চলছে নারী ও পুরুষ সাফ ফুটসাল টুর্নামেন্ট। আজ পুরুষদের ইভেন্টে বাংলাদেশ ৬-১ গোলে মালদ্বীপের কাছে হেরেছে।
ম্যাচের শুরু থেকেই মালদ্বীপের প্রাধান্য ছিল। প্রথমার্ধেই ৪-০ গোলে এগিয়ে যায় তারা। প্রথমার্ধের শেষ মুহূর্তে বাংলাদেশ এক গোল করে। দ্বিতীয়ার্ধে অবশ্য বাংলাদেশ নিয়ন্ত্রিত ফুটবল খেলে। এরপরও বাংলাদেশ আরও দুটি গোল হজম করে। কয়েকটি গোলের সুযোগ তৈরি করলেও তারা পরাজয়ের ব্যবধান কমাতে পারেনি।
সাফ পুরুষ ফুটসাল টুর্নামেন্টে বাংলাদেশ প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে দুর্দান্ত খেলেছিল। প্রথমে দুই গোলে এগিয়ে ছিল। পরে ভারত ২-২ সমতা আনে। এরপর দ্বিতীয়ার্ধে ভারত দুই দফা লিড নেয়। বাংলাদেশ দুই বার গোল করে এক পয়েন্ট নিশ্চিত করে মাঠ ছাড়ে। আজ দ্বিতীয় ম্যাচে মালদ্বীপের বিপক্ষে সেই রকম পারফরম্যান্স দেখা যায়নি। মালদ্বীপ ফুটসালে অত্যন্ত অভ্যস্ত। মালে শহরে সন্ধ্যার পর বিনোদনের অংশই ফুটসাল, রাতভর খেলা চলে।
পুরুষ দল দুই ম্যাচ খেলেও এখনো জয় পায়নি। তবে নারী দল প্রথম ম্যাচেই জিতেছে। ভারতের বিপক্ষে ৩-১ গোলে জিতেছে। অধিনায়ক সাবিনা খাতুন জোড়া ও সুমাইয়া এক গোল করেন। আগামীকাল বাংলাদেশ নারী ফুটসাল দল ভুটানের মুখোমুখি হবে। দুই বিভাগেই সাফের ছয় দেশ খেলছে। প্রতি দল পাঁচ ম্যাচ খেলার পর সর্বোচ্চ পয়েন্টধারী দল চ্যাম্পিয়ন হবে।
এজেড/এফএইচএম