আক্রমণভাগে ১৫ জন থাকলেও সালাহতেই খুশি স্লট

আফ্রিকা কাপ অব নেশনস শেষে আগামী সপ্তাহে লিভারপুলে ফিরছেন মিসরীয় ফরোয়ার্ড মোহাম্মেদ সালাহ। তাকে ফিরে পেয়ে বেশ খুশি লিভারপুলের কোচ আর্নে স্লট। তার স্পষ্ট বার্তা, দলে ১৫ জন আক্রমণভাগের ফুটবলার থাকলেও সালাহকেই চান তিনি।
মিসরের হয়ে আফ্রিকা কাপ অব নেশনসে খেলার কারণে গত এক মাস ধরে লিভারপুলের বাইরে ছিলেন সালাহ। দারুণ ফর্মে থাকলেও মিসরকে ফাইনালে তুলতে পারেননি তিনি। তাদের মিশন থেমেছে সেমিফাইনালেই। আগামীকাল শনিবার (১৭জানুয়ারি) মিসরের হয়ে তৃতীয় স্থান নির্ধারণী ম্যচে মাঠে নামবেন সালাহ। এরপরই ফিরলেন লিভারপুলে।
এর আগে আফকনে যাওয়ার আগে এক সাক্ষাৎকারে বিস্ফোরক মন্তব্য করেছিলেন সালাহ। সাক্ষাৎকারে সালাহ দাবি করেছিলেন, ক্লাবের ভেতরে কেউ একজন তাকে চান না এবং স্লটের সঙ্গে তার আর কোনো সম্পর্ক নেই। এরপরই ইন্টার মিলানের বিপক্ষে ম্যাচে লিভারপুলের স্কোয়াডে ছিলেন না তিনি। তবে ব্রাইটনের বিপক্ষে ম্যাচে নেমেছিলেন বদলি খেলোয়াড় হিসেবে।
এদিকে ইন্টার ম্যাচের আগে স্লট বলেছিলেন, সালাহ লিভারপুলের হয়ে শেষ ম্যাচ খেলে ফেলেছেন কি না, তা তিনি জানেন না। এখন সেই অবস্থান থেকে সরে এসে ডাচ কোচ বলছেন। তিনি বলেন, “মোহাম্মেদ সালাহ এই ক্লাবের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। আমার জন্যও। তাই তার ফেরায় আমি খুশি। আমার দলে আক্রমণভাগে ১৫ জন ফুটবলার থাকলেও আমি সালাহকে নিয়ে খুশি থাকব।’’
সালাহ না থাকলেও লিভারপুল ছয় ম্যাচ ধরে অপরাজিত। এর মধ্যে তিনটিতে জয় পেয়েছে দলটি। তবে রেকর্ড সাইনিং আলেকজান্ডার ইসাক দীর্ঘদিনের জন্য চোটে বাইরে থাকায় আক্রমণভাগে সালাহর ফেরা সময়োপযোগী বলেই মনে করছেন স্লট।
সালাহর সঙ্গে সম্পর্ক নিয়ে স্লট বলেন, “আমাদের ব্যক্তিগত কথোপকথন আমাদের মধ্যেই থাকবে। সবকিছু প্রকাশ করার প্রয়োজন নেই।’’
এমএমএম/