নিউজিল্যান্ড সিরিজে নতুন করে ভারত দলে যারা

নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে ভারত যুক্ত করেছে শ্রেয়াস আইয়ার ও রবি বিষ্ণয়কে। প্রথম তিন ম্যাচের জন্য তিলক ভার্মার স্থলাভিষিক্ত করা হয়েছে শ্রেয়াসকে। আর বিষ্ণয় এসেছেন ওয়াশিংটন সুন্দরের জায়গায়।
সিরিজের প্রথম তিন ম্যাচেই হয়তো খেলা হবে না তিলকের। শেষ দুই ম্যাচে ফিরতে পারেন তিনি। আর সাইড স্ট্রেইন নিয়ে পুরো সিরিজ থেকে ছিটকে গেছেন ওয়াশিংটন। এই অলরাউন্ডার কিছুদিন বিশ্রামে থেকে বিসিসিআইর সেন্টার অব এক্সিলেন্টে রিপোর্ট করবেন। সেখানেই চলতে তার পরবর্তী ইনজুরি ম্যানেজমেন্ট।
শ্রেয়াস ২০২৩ সালের ডিসেম্বরের পর প্রথমবার টি-টোয়েন্টি স্কোয়াডে। বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ম্যাচ খেলেছিলেন তিনি। ২০২৫ আইপিএলে ১৭৫.০৭ স্ট্রাইক রেটে ৬০৪ রান করেছিলেন এই ব্যাটার। তার নেতৃত্বে ফাইনালে উঠেছিল পাঞ্জাব কিংস, হেরে যায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে।
বিষ্ণয় শেষ টি-টোয়েন্টি খেলেন ২০২৫ সালের জানুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে। ৪২ টি-টোয়েন্টি খেলে তার উইকেট ৬১টি।
সংশোধিত টি-টোয়েন্টি স্কোয়াড: সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সাঞ্জু স্যামসন (উইকেটকিপার), শ্রেয়াস আইয়ার (প্রথম তিন ম্যাচ), হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল (সহঅধিনায়ক), রিংকু সিং, জসপ্রিত বুমরাহ, হার্ষিত রানা, আর্শদীপ সিং, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, ইশান কিষাণ (উইকেটকিপার), রবি বিষ্ণয়।
এফএইচএম/