যে পরিকল্পনায় মঈনকে আউট করেছেন রিপন

চলমান বিপিএলে বল হাতে দুর্দান্ত করছেন রিপন মন্ডল। গতকাল সিলেট টাইটান্সের বিপক্ষে বল হাতে শিকার করেছেন ৪ উইকেট। পরে ম্যাচসেরা হয়ে তিনি সংবাদ সম্মেলনেও এসেছেন। সেখানে জানিয়েছেন মঈন আলীর বিরুদ্ধে নিজের বোলিং পরিকল্পনার কথা।
রিপন জানিয়েছেন, ‘না প্ল্যান ছিল উনি (মঈন আলী) সেট ব্যাটার। বড় ব্যাটার। এই পাশে টেইলএন্ডার ছিল শহিদুল (ইসলাম) ভাই। আমাদের প্ল্যান ছিল উনাকে এক রান দেওয়া। উনি প্রথম ২ বলে ছক্কা মেরেছেন। আমি তখন মোরালি ডাউন হয়ে গিয়েছিলাম। (নাজমুল হোসেন) শান্ত ভাই অনেক সাহায্য করেছেন, বুস্ট আপ করেছে। যতটা আত্মবিশ্বাস দেওয়া দরকার উনার থেকে পেয়েছি, সাপোর্টও পেয়েছি। বিশ্বাস ছিল যদি মঈন ভাইকে আউট করতে পারি ইনশাআল্লাহ এখান থেকে জিতব।’
নিজের বোলিং নিয়ে পরে রিপন জানান, ‘বোলার হিসেবে সবসময় দুটা অপশন হাতে রাখতে হবে। আজকে প্ল্যান ছিল উইকেট নেওয়ার। একজন ব্যাটার ছিল তাদের মঈন ভাই। রান যদি কিছু লিকও হয়ে যায় উইকেট বের করতে পারলে ম্যাচ আমাদের হাতে চলে আসবে, এমনই ছিল প্ল্যান।’
শেষ দিকে বিনুরার জোড়া ওয়াইড নিয়ে রিপন বলেন, ‘একটু টেনশন তো থাকবেই। (বিনুরা) আমাদের গুরুত্বপূর্ণ বোলার। হয়তো ক্র্যাম্প হয়েছে। ২ বল ওয়াইড হওয়ায় একটু চাপ ছিল, তবে বিশ্বাস ছিল সে ইনশাআল্লাহ পারবে।’
নিজের ফর্ম নিয়ে তরুণ এই পেসার জানান, ‘না আলহামদুলিল্লাহ যেভাবে যাচ্ছে, যেভাবে আমি চাচ্ছি সবকিছুই ঠিকমত হচ্ছে। আল্লাহর কাছে শুকরিয়া যে আমি যে পরিশ্রম করছি, আলহামদুলিল্লাহ ওইটার ফল পাচ্ছি। ভালোর তো শেষ নাই। ইনশাআল্লাহ চেষ্টা করব এটা চালিয়ে যাওয়ার।’
এসএইচ/এফএইচএম