জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ‘ক্রিকেট মাঠের সিংহ’

যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতিতেও যেভাবে আফগানিস্তান বিশ্ব ক্রিকেটে ছাপ রেখেছে তা অতুলনীয়। আন্তর্জাতিক ক্রিকেটে তারা নিজেদেরকে অদম্য শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে, যে পথচলায় অসামান্য অবদান ছিল রশিদ খান, মোহাম্মদ নবী ও রহমানউল্লাহ গুরবাজের মতেমা তারকাদের। সেই তালিকায় রাখা যায় ফাস্ট বোলার শাপুর জাদরানকে। তিনি এখন জটিল স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ৩৮ বছর বয়সী সাবেক এই পেসার।
আশঙ্কাজনক অবস্থায় শাপুরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার ভাই সোশ্যাল মিডিয়ায় এই খবর জানান। তার অবস্থা একদমই ভালো না। আফগান ক্রিকেটের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, শাপুরের শ্বেত রক্ত কণিকা বিপজ্জনক পর্যায়ে নেমেছে। এ কারণে তার শারীরিক অবস্থার চরম অবনতি হয়েছে।
শাপুরের অসুস্থতার খবর ক্রিকেট বিশ্বে উদ্বেগ বাড়িয়েছে। সাবেক পাকিস্তান অধিনায়ক রশিদ লতিফ সোশ্যাল মিডিয়ায় তার নির্ভিক মানসিকতার প্রশংসা করে দ্রুত আরোগ্য কামনায় ভক্তদের কাছে দোয়া চেয়েছেন। তিনি লিখেছেন, ‘ক্রিকেট মাঠের সেই সিংহ আজ জীবনযুদ্ধের লড়াইয়ে অবতীর্ণ। আফগানিস্তানের দ্রুতগতির বোলার শাপুর জাদরান বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন এবং এই মুহূর্তে আমাদের সকলের দোয়া ও প্রার্থনা তার বড্ড প্রয়োজন। আমরা আমাদের প্রতিবেশী দেশের এই ক্রিকেটারের দ্রুত সুস্থতা কামনা করি। আল্লাহ যেন তাকে দ্রুত এবং পূর্ণাঙ্গ সুস্থতা দান করেন। আমিন।’
২০০৯ সালে শাপুরের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় নেদারল্যান্ডসের বিপক্ষে। ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে খেলেছেন তিনি। ৪৪ ওয়ানডেতে ৪৪ উইকেট নিয়েছেন, সেরা বোলিং ফিগার ৪/২৪। ৩৬ টি-টোয়েন্টি ম্যাচ খেলে ২৭ উইকেট নেন তিনি। তার জীবনের অন্যতম স্মরণীয় মুহূর্ত ২০১৫ বিশ্বকাপ। সেবার স্কটল্যান্ডের বিপক্ষে তিনি জয়সূচক রান করেন। আফগানদের প্রথম বিশ্বকাপ জয়ে তিনি গুরুত্বপূর্ণ উইকেটও নিয়েছিলেন।
এফএইচএম/