২৩২ বছরের পুরোনো রেকর্ড ভেঙে সর্বনিম্ন লক্ষ্য দিয়েও জয়

পাকিস্তানের করাচিতে ২৩২ বছরের পুরোনো একটি রেকর্ড ভেঙে গেছে। প্রথম শ্রেণির ক্রিকেটে মাত্র ৪০ রানের লক্ষ্য দিয়েও জিতেছে পাকিস্তান টিভি (পিটিভি) ক্রিকেট দল। সুই নর্দান (এসএনজিপিএল) সেই রানও করতে পারেনি। তারা মাত্র ৩৭ রানে অলআউট হওয়ায় বিশ্বরেকর্ড গড়ে জিতল পিটিভি।
প্রেসিডেন্টস ট্রফি গ্রেড-১ প্রতিযোগিতায় আজ (শনিবার) করাচির ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে এমন দৃশ্য দেখা গেছে। এর আগে প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বনিম্ন ৪১ রানের টার্গেট দিয়েও জয়ের রেকর্ড দেখা গিয়েছিল ১৭৯৪ সালে। ইংল্যান্ডের ঘরোয়া প্রতিযোগিতায় হওয়া সেই রেকর্ড আজ ভেঙে গেল। লর্ডস ওল্ড গ্রাউন্ডে ওল্ডফিল্ড ৪১ রানের লক্ষ্য দিয়েও এমসিসিকে হারিয়েছিল।
করাচিতে আজ পিটিভি ৩৭ রানে অলআউট করে দেয় এসএনজিপিএলকে। তারা ম্যাচটি জিতে নেয় ২ রানে। প্রেসিডেন্টস ট্রফি গ্রেড-১ প্রতিযোগিতার চলমান আসরে এটি সবচেয়ে লো স্কোরিং ও দ্রুততম ম্যাচ। যেখানে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে পিটিভি ১৬৬ রানে অলআউট হয়। শামিল হুসাইনের নেতৃত্বাধীন দলটির হয়ে কেউ হাফসেঞ্চুরি করতে পারেননি।
— Pakistan Cricket (@TheRealPCB) January 17, 2026
বিপরীতে পাকিস্তান জাতীয় টেস্ট দলের অধিনায়ক শান মাসুদ এসএনজিপিএলেরও নেতৃত্বে আছেন। তার দলই চুড়ান্ত বিপর্যয় দেখিয়ে বিভ্রতকর হারের সাক্ষী হলো। যদিও প্রথম ইনিংসে ৭২ রানের লিড নিয়েছিল মাসুদের দলটি। সাইফুল্লাহ বাঙ্গাসের ফিফটিতে ভর করে তারা ২৩৮ রান তোলে। ৭২ রানে পিছিয়ে থেকে পিটিভি দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে নামে। এবার তারা বিপর্যয়ে পড়ে মাত্র ১১১ রানে গুটিয়ে যায়। ফলে এসএনজিপিএলে লক্ষ্য দাঁড়ায় স্রেফ ৪০ রানের।
এসএনজিপিএল যেন আর কত বিপর্যয়ে পড়া যায় সেই নজিরই দেখাল লক্ষ্য তাড়া করতে নেমে। চতুর্থ ইনিংসে সাইফুল্লাহ বাদে দলটির আর কেউই দুই অঙ্কের ঘরও ছুঁতে পারেনি। ফলে অলআউট হয় মাত্র ৩৭ রানে। পিটিভির হয়ে মাত্র ৯ রান খরচায় ৬ উইকেট নিয়েছেন আলি উসমান। চলতি বছরের কায়েদে আজম ট্রফিতেও তিনি সর্বোচ্চ উইকেটশিকারি হয়েছেন।
এএইচএস