অস্ট্রেলিয়ান ওপেনে জয়ের সেঞ্চুরি জোকোভিচের

অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ডের ম্যাচে স্পেনের পেদ্রো মার্টিনেজকে পাত্তাই দিলেন না সার্বিয়ান তারকা টেনিসার নোভাক জোকোভিচ। ৬-৩, ৬-২ ও ৬-২ সেটে জিতে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেন তিনি। আর এই জয়ের মাধ্যমে অস্ট্রেলিয়ান ওপেনে নিজের ১০০তম জয়ের মাইলফলকেও পৌঁছে যান জোকাভিচ।
ম্যাচজুড়ে সার্ভিংয়ে জোকোভিচ ছিলেন প্রায় অপ্রতিরোধ্য। ৫৭টি সার্ভ পয়েন্টের মধ্যে মাত্র পাঁচটি হারান তিনি। পুরো ম্যাচে আটটি গেম জিতেছেন কোনো পয়েন্ট না হারিয়ে।
এই জয়ের মাধ্যমে মেলবোর্ন পার্কে তার জয়সংখ্যা দাঁড়াল ১০০-তে। একই কীর্তি তিনি গড়েছেন উইম্বলডন (১০২ জয়) ও রোলাঁ গারোতেও (১০১ জয়)। লক্ষ্য এখন ২৫তম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জয়।
দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করার পর জকোভিচ বলেন, ‘পারফরম্যান্স নিয়ে অভিযোগ করার কিছু নেই। টুর্নামেন্টের শুরুতে এমন ম্যাচ আত্মবিশ্বাস দেয়।’ তিনি আরও জানান, পরের ম্যাচের আগে শরীরকে সতেজ রাখাতেই মনোযোগ দেবেন।
দ্বিতীয় রাউন্ডে জোকোভিচের প্রতিপক্ষ ইতালির কোয়ালিফায়ার ফ্রানচেসকো মায়েসত্রেল্লি।
এমএমএম/