প্রথম বিভাগে উৎসবের দিনে পাতানো প্রশ্নও

সিনিয়র ডিভিশন ফুটবল লিগে আজ শেষ হয়েছে। যাত্রাবাড়ী ক্রীড়া চক্র চ্যাম্পিয়ন হয়েছে। আজ ম্যাচ শেষে ট্রফি নিয়ে ক্লাবটি উৎসব করেছে। উৎসবের মধ্যেও হয়েছে পাতানো ম্যাচের অভিযোগে প্রতিবাদ।
সিনিয়র ডিভিশন লিগের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল চ্যাম্পিয়নশিপ লিগে খেলার সুযোগ পায় ক্লাব লাইসেন্সিং শর্ত পূরণ করলে। রানার্স আপ হওয়া মহাখালীকে নিয়ে আপত্তি সাধারণ বীমার। তারা আজ কমলাপুর স্টেডিয়ামে জোর প্রতিবাদ জানায় সিদ্দিক বাজার ও মহাখালীর মধ্যকার ম্যাচ তদন্তের।
আজ লিগ শেষ ও ট্রফি হস্তান্তর হলেও বিষয়টি ফেডারেশন পর্যবেক্ষণে রাখছে বলেন মহানগরী লিগ কমিটির চেয়ারম্যান ও বাফুফে সহ-সভাপতি সাব্বির আহমেদ আরেফ, 'পুরস্কার প্রদান শেষ হয়েছে। আমরা ম্যাচগুলোতে ক্যামেরা রেখেছি, পাতানো খেলা শনাক্তকরণ কমিটির কর্মকর্তারাও রয়েছে। আমি অবশ্যই তাদের কাছ থেকে এই (অভিযুক্ত) বিষয়ে মতামত নেব।'
ঘরোয়া ফুটবল লিগে নিচের স্তরে খেলাগুলো পাতানো ম্যাচের অভিযোগ উঠে প্রায়ই। অনেক অভিযোগের সত্যতা ফেডারেশন যাচাই করে না। আবার অনেক সময় ক্লাব কিংবা খেলোয়াড়রা ভিত্তিহীন অভিযোগও করে।
এজেড/এইচজেএস