ফাইনালে তোলা অধিনায়ক মেহেদীকে নিয়ে যা বললেন শরিফুল

চট্টগ্রাম রয়্যালসের অভাবনীয় সাফল্যের নেপথ্যে অধিনায়ক শেখ মেহেদীর অবদান কম নয়। এ বিষয়ে মুখ খুলেছেন পেসার শরিফুল ইসলাম। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে শরিফুল জানিয়েছেন দলীয় পারফরম্যান্স, দল পরিচালনা এবং বিসিবির দায়িত্ব নেওয়ার বিষয়েও।
রাজশাহী ওয়ারিয়র্সকে হারিয়ে ফাইনালে যাওয়ার নেতৃত্ব দেওয়া শেখ মেহেদীকে নিয়ে শরিফুল বলেন, 'আমাদের অধিনায়ক (মেহেদী) অনেক অসাধারণ খেলছে পুরো টুর্নামেন্ট। বিশেষ করে যেদিন আমি ৫ উইকেট পাই, সেদিনের কৃতিত্ব আমি তাকে দিয়েছিলাম যে উনি কিন্তু ওইদিন খুব ভালো বোলিং করছিলেন।'
পরে অধিনায়কের সিদ্ধান্তের কথা তুলে ধরে শরিফুল বলেন, 'চাইলেই কিন্তু উনি বোলিংয়ে আসতে পারতেন কিন্তু দলের চাহিদা অনুযায়ী হয়তো আমাকে পরে বোলিং দিয়েছিলেন সেইজন্য আমি ৫টা উইকেট পেয়েছি। উনি আসলে কিন্তু হয়তো বা নাও পেতে পারতাম। খুব ভালো যে ইতিবাচক যে উনি দলকে আগে অগ্রাধিকার দেন।'

চট্টগ্রাম রয়্যালসকে ‘কমিটির টিম’ বলা হচ্ছে- এমন আলোচনা নিয়ে শরিফুল বলেন, 'না না এখানে কোনো কমিটির টিম না। আসলে একটা দল মাঝখান থেকে পুরো যখন মালিকরা সরে গেছেন তখন তো আমাদের বোর্ড ক্রিকেট বোর্ড উনারাই দায়িত্ব নিয়েছেন।'
টিম ম্যানেজমেন্টের ভূমিকা নিয়ে শরিফুল জানান, 'বিশেষ করে সুমন স্যার তার কথা না বললে নয়। তারপরে বাবুল স্যার, তারা দায়িত্ব নিয়ে একবারে মনে করেন যে আমাদের যে কীভাবে আমাদেরকে আগলে রেখেছে এবং কি সবাইকে। এটা খুবই একটা আমাদের জন্য ভালো পাওয়া।'
এসএইচ