ট্রফি জেতার পর লাখপতি মানেরা, পেলেন জমি

আফকনে নাটকীয় ফাইনাল জিতে সেনেগাল দেশে ফিরে এসেছে। স্থানীয় সময় মঙ্গলবার জাতীয় দলকে স্বাগত জানাতে রাজধানী ডাকারের রাস্তায় হাজার হাজার ভক্ত উপস্থিত হন। ছাদখোলা বাসে আনন্দঘন সময় কাটিয়ে সাদিও মানেরা সন্ধ্যায় যান প্রেসিডেন্টের বাসভবনে। সেখানে অর্থ ও সম্পত্তি দিয়ে তাদের সাফল্যের স্বীকৃতি দেওয়া হয়েছে।
খেলোয়াড়রা প্রেসিডেন্ট বাসিরু দিওমায়ে ফায়ের সঙ্গে একটি রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে প্রেসিডেন্ট প্রাসাদে যান।
দলের ফেরার পর ফায়ে প্রত্যেক খেলোয়াড়কে ৭৫ মিলিয়ন সিএফএ ফ্রাঙ্ক (প্রায় ১১৫,০০০ ইউরো) বোনাস এবং ডাকারের একটি অভিজাত উপশহরে ১,৫০০ বর্গমিটারের একটি জমি উপহার দেন।
সেনগালের কোচিং স্টাফ এবং ফুটবল অ্যাসোসিয়েশনের সদস্যরাও পুরস্কার পেয়েছেন। তাদের প্রত্যেককে ৫০ মিলিয়ন সিএফএ ফ্রাঙ্ক (প্রায় ৭৫,০০০ ইউরো) এবং একই অভিজাত উপশহরে ১,০০০ বর্গমিটারের একটি করে জমি দেওয়া হয়েছে। এছাড়া দলের প্রধান কোচ পাপে থিয়াও ও পুরো স্কোয়াডকে দেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার কমান্ডার্স অব দ্য ন্যাশনাল অর্ডার অব দ্য লায়ন-এ ভূষিতা করেছেন প্রেসিডেন্ট।
গত রোববার মরক্কোর রাবাতে রেফারির সিদ্ধান্তে বিতর্কিত ফাইনালে অতিরিক্ত সময়ে একমাত্র গোল করে স্বাগতিকদের ১-০ ব্যবধানে হারায় সেনেগাল।
এফএইচএম/