সকালে এসেই খেলতে নামা উইলিয়ামসনকে নিয়ে যা বললেন হান্নান

বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে সিলেট টাইটান্সকে ১২ রানে হারিয়ে ফাইনালে উঠেছে রাজশাহী ওয়ারিয়র্স। ম্যাচে পারভেজ ইমনের রানআউটকেই বড় টার্নিং পয়েন্ট হিসেবে দেখছেন দুই দলের প্রধান কোচ। এর আগে ম্যাচের শুরুতে রাজশাহীর ব্যাটিং ধস ঠেকিয়েছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক কেইন উইলিয়ামসন। উইকেট ধরে রেখে তিনি ৩৮ বলে ৪৫ রান করেন।
মাথা ঠান্ডা রেখে করা উইলিয়ামসনের ব্যাটিংকেই ম্যাচের মোড় ঘুরানো মুহূর্ত বলে মনে করেন রাজশাহীর কোচ হান্নান সরকার। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ব্যাটিংয়ের জায়গা থেকে বললে উইলিয়ামসনের ইনিংস পার্থক্য গড়ে দিয়েছে। ওর ব্যাটিং আমাদের আরেকটা টার্নিং পয়েন্ট হতে পারে।’
এর আগে উইলিয়ামসনকে রাজশাহীর স্কোয়াডে নেওয়া নিয়ে কিছুটা সংশয় ছিল বলেও স্বীকার করেন ফ্র্যাঞ্চাইজিটির কোচ, ‘তাকে যে কারণে দলে নিয়েছি, অনেকেরই সন্দেহ ছিল। আমার দলের কৌশল হিসেবে যখন দেখেছি উপরে সংগ্রাম করছি, তখনই তাকে নেওয়ার সুযোগ পেয়ে দলে নিয়েছি।’
বিপিএলে এবার দীর্ঘ সময় পর নিলাম হয়েছে। অবশ্য তার আগেই সরাসরি চুক্তিতে শ্রীলঙ্কান পেসার বিনুরা ফার্নান্দোকে দলে নেয় রাজশাহী। এ প্রসঙ্গে হান্নান বলেন, ‘পিক করার ক্ষেত্রে ডিরেক্ট সাইনিংয়ে এক নম্বরেই ছিল বিনুরা। বাংলাদেশ বাঁ-হাতি ভাবতে গেলে মুস্তাফিজ-শরিফুলের পর আরেকটা নাম ভাবতে একটু সময় লাগে। মুস্তাফিজ ডিরেক্ট সাইনিং, শরিফুলকে বিড করতে অনেক টাকা নিয়ে নামতে হবে। সেক্ষেত্রে বিদেশ থেকে আনব। ডানহাতি অকশন থেকে নিতে পারি। সেভাবেই বিনুরাকে নেওয়ার ভাবনা।’
দল সাজানো নিয়ে বিপিএল নিলামের পরই প্রশংসিত হয় রাজশাহী ফ্র্যাঞ্চাইজি। এজন্য অবশ্য একা কৃতিত্ব নিতে রাজি নন কোচ হান্নান, ‘আমি একাই ক্রেডিট নেব না। যখন টিম করা শুরু করি, হাসান মাহাদি ছিল টিম অপারেশন্স হেড। অম্লানও আমাদের সঙ্গে ছিল। আমরা ৩ জন মিলে যখন শুরু করেছি, বিদেশি সাইনিংয়ে অনেক ভেবেচিন্তে করেছি।’
এসএইচ/এএইচএস