‘আলটিমেটাম শেষ হওয়ার আগেই বিশ্বকাপ খেলতে রাজি হবে বাংলাদেশ’

বাংলাদেশ ও আইসিসি উভয়েই নিজেদের অবস্থানে অনড়। ভারতের মাটিতে বাংলাদেশ খেলতে যাবে না বলে আগেই জানিয়েছিল বিসিবি। শ্রীলঙ্কায় নিজেদের ম্যাচ সরিয়ে নেওয়ার দাবি জানালেও আইসিসির সোজাসাপ্টা জবাব–ভারতের মাটিতে না খেললে অন্য দলকে যুক্ত করা হবে। যা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বাংলাদেশের হাতে আছে স্রেফ আজকের (বৃহস্পতিবার) দিনটা।
উদ্ভূত পরিস্থিতিতে আজ দুপুরে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে থাকা ক্রিকেটারদের সঙ্গে একটি পাঁচ তারকা হোটেলে বৈঠকে বসার কথা রয়েছে যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুলের। ভারতের মাটিতে গিয়ে খেলা কিংবা না খেলার সিদ্ধান্তসহ বিশ্বকাপ ইস্যুতে নিজেদের অবস্থান নিয়ে সেখানে আলোচনার কথা রয়েছে। এর আগে বুধবার রাতেই বিসিবি সভাপতিসহ আরও কয়েকজন দেখা করেছেন ক্রীড়া উপদেষ্টার সঙ্গে।
আসন্ন বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে সৃষ্ট জটিলতায় এবার মন্তব্য করেছেন ভারতের সাবেক ক্রিকেটার ও বিশ্লেষক আকাশ চোপড়া। তার মতে, নির্ধারিত ২৪ ঘণ্টার আলটিমেটাম শেষ হওয়ার আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিশ্বকাপে অংশ নিতে রাজি হয়ে যাবে। এর পেছনে বড় ধরনের আর্থিক ও আইনি বাধ্যবাধকতার বিষয় জড়িত রয়েছে বলেই মনে করেন তিনি।
নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এক বক্তব্যে আকাশ চোপড়া বিসিবিকে উদ্দেশ্য করে বলেন, ‘বাংলাদেশ, আপনাদের কাছে সিদ্ধান্ত নেওয়ার জন্য মাত্র ২৪ ঘণ্টা সময় আছে। আইসিসি তৃতীয় পক্ষের মাধ্যমে নিরাপত্তা পর্যবেক্ষণ করে নিশ্চিত করেছে যে সেখানে কোনো ঝুঁকি নেই। এখন আপনারা যদি না আসেন, তবে আপনাদের পরিবর্তে অন্য কাউকে নেওয়া হবে।’
আকাশ আরও উল্লেখ করেন, বাংলাদেশ না খেললে সেই শূন্যস্থান পূরণ করতে পারে স্কটল্যান্ড। তিনি বলেন, ‘আপনাদের জায়গায় স্কটল্যান্ডকে সুযোগ দেওয়া হতে পারে। যাদের হারিয়ে ইতালি টুর্নামেন্ট থেকে বিদায় করে দিয়েছিল, সেই স্কটল্যান্ডের কপাল এবার খুলে যেতে পারে।"
বাংলাদেশ কেন শেষ পর্যন্ত খেলতে যাবে, এমন যুক্তির ব্যাখ্যায় আকাশ চোপড়া বড় অংকের আর্থিক লেনদেনের বিষয়টি সামনে আনেন। তিনি বলেন, ‘আমি মনে করিয়ে দিতে চাই, এর পেছনে বড় ধরনের আর্থিক ব্যাপার জড়িত। আইসিসির আয়ের একটা বড় অংশ বাংলাদেশের মতো দেশগুলোর কাছে যায়।’ আরও সতর্ক করে বলেন, ‘একবার মৌখিক বা লিখিত সম্মতি দেওয়ার পর শেষ মুহূর্তে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ালে আইসিসি কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে। এর পুরো দায়ভার বাংলাদেশের ওপর পড়বে এবং ভবিষ্যতে তাদের বড় সমস্যায় পড়তে হতে পারে।’
আকাশ চোপড়ার বিশ্বাস, বাস্তব পরিস্থিতি বিবেচনা করে বিসিবি তাদের আগের অবস্থান থেকে সরে আসবে। তার ভাষায়, ‘আমার মনে হয় বাংলাদেশ হয়তো ২৪ ঘণ্টার সময়সীমা শেষ হওয়ার আগেই রাজি হয়ে যাবে এবং জানাবে যে তারা বিশ্বকাপ খেলতে আসছে।’
এফআই