বিশ্বকাপে সব দলের অংশগ্রহণ নিয়ে যা বললেন উইলিয়ামসন

বর্তমানে বিপিএল খেলতে বাংলাদেশে অবস্থান করছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক কেইন উইলিয়ামসন। রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে খেলতে এসে কথা বলেছেন আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রসঙ্গেও। নিরাপত্তা ইস্যুতে ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে যাবে না বলে জানিয়েছে বাংলাদেশ। এই সিদ্ধান্ত নিয়েও মত দিয়েছেন উইলিয়ামসন।
সাবেক এই কিউই অধিনায়ক গণমাধ্যমকে বলেন, ‘এই পরিস্থিতির (বাংলাদেশের বিশ্বকাপ ইস্যু) খুঁটিনাটি সব দিক আমি পুরোপুরি জানি না। সাধারণত, আপনি চাইবেন বড় টুর্নামেন্ট বা বিশ্ব আসরগুলোতে সব দল এবং খেলোয়াড়রা অংশ নিক। কিন্তু স্পষ্টতই সেখানে কিছু বিষয় সমাধানের বাকি আছে, তাই আমাদের অপেক্ষা করে দেখতে হবে।’
তিনি আরও বলেন, ‘প্রতিটি পরিস্থিতিই আলাদা—তা দেশ বা দলগুলোর মধ্যকার সম্পর্কের ওপরই নির্ভর হোক না কেন। সত্যি বলতে, এ বিষয়ে মন্তব্য করা কঠিন। আমি পরিস্থিতিটা পুরোপুরি বুঝতে পারছি না।’
তবে সময়ের সঙ্গে সঙ্গে এই সমস্যার সমাধান হবে বলেই উইলিয়ামসনের প্রত্যাশা, ‘এসব সমস্যা সমাধানের কোনো না কোনো পথ বের হবে আশা করা যায়। তবে এই বিষয়গুলো হয়তো এখানে বসে আমাদের আলোচনার চেয়েও অনেক বেশি বড়। আশা করি সময়ের সঙ্গে সঙ্গে এগুলোর সমাধান হবে।’
এসএইচ/এএইচএস