পাকিস্তানকে ৯-১ গোলে উড়িয়ে চ্যাম্পিয়নের পথে বাংলাদেশ

থাইল্যান্ডের ব্যাংককে চলছে সাফ নারী ও পুরুষ ফুটসাল টুর্নামেন্ট। গতকাল পুরুষ ফুটসাল দল পাকিস্তানের বিপক্ষে ১-৫ গোলে হেরেছিল। তবে আজ নারী দল ৯-১ গোলে পাকিস্তানকে হারিয়ে প্রতিশোধ নিয়েছেন।
সাফ নারী ও পুরুষ ফুটসাল উভয় টুর্নামেন্টে ৭ দেশ অংশগ্রহণ করছে। ৬ ম্যাচ শেষে শীর্ষ পয়েন্টধারী দল চ্যাম্পিয়ন হবে। সাবিনারা ৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে সবার উপরে। ভারত চার ম্যাচে ৯ পয়েন্টে দ্বিতীয় স্থানে। আজ দিনের শেষ ম্যাচে ভারত-ভুটান খেলা ড্র হলে বাংলাদেশের শিরোপা এক ম্যাচ আগেই নিশ্চিত হবে। বাংলাদেশ শেষ ম্যাচে হারলে ও ভারত জিতলে দুই দলের সমান ১৩ পয়েন্ট হবে। বাংলাদেশ ভারতকে হারানোয় হেড টু হেডে চ্যাম্পিয়ন হবে। ভারত-ভুটান ম্যাচ ড্র না হলে বাংলাদেশকে মালদ্বীপের বিপক্ষে খেলেই চ্যাম্পিয়ন হতে হবে।
বাংলাদেশ প্রথমার্ধে ৬-০ গোলে এগিয়ে ছিল। চলতি টুর্নামেন্টে কোনো দল প্রথমার্ধে এত গোল দিতে পারেনি। বাংলাদেশের অধিনায়ক সাবিনা খাতুন প্রথমার্ধে গোলের সূচনা ও সমাপ্ত করেন। মাঝে নুসরাত জোড়া, নীলা ও কৃষ্ণা একটি করে গোল করেন৷
দ্বিতীয়ার্ধেও বাংলাদেশের দাপট বজায় থাকে। পাকিস্তান এক গোল করলেও আরো তিন গোল হজম করে। অধিনায়ক সাবিনা এই অর্ধেও জোড়া গোল ও কৃষ্ণা আরেকটি গোল করেন৷ ধারাভাষ্যকার বাংলাদেশের অধিনায়ক সাবিনা খাতুনের প্রশংসা করেছেন পুরো খেলা জুড়ে৷
এজেড/এইচজেএস