২৯ বলে তানজিদের ফিফটি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরের ফাইনালে ম্যাচে মুখোমুখি হয়েছে রাজশাহী ওয়ারিয়র্স ও চট্টগ্রাম রয়্যালস। প্রথমে ব্যাট করতে নেমেছে রাজশাহী। আর ব্যাটিংয়ে নেমেই ব্যাট হাতে ঝড় তুলেছেন ওপেনার তানজিদ হাসান তামিম। মাত্র ২৯ বলেই তুলে নিয়েছেন ফিফটি। তাতেই বড় সংগ্রহের দিকে এগোচ্ছে রাজশাহী।
মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে রাজশাহীকে ব্যাট করার আমন্ত্রণ জানান চট্টগ্রামের অধিনায়ক শেখ মেহেদী হাসান। ব্যাটিংয়ে নেমে রাজশাহীকে দারুণ সূচনা এনে দিয়েছেন দুই ওপেনার। এখন পর্যন্ত ১০ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৮২ রান করেছে রাজশাহী।
মাত্র ২৯ বলে ফিফটি পূরণের পর ৫১ রানে অপরাজিত রয়েছেন তানজিদ হাসান তামিম। আর ২৯ বলে ৩০ রানে ব্যাট করেছেন সাহিবজাদা ফারহান।
এমএমএম/