নির্বাচকের চাকরি ছেড়ে ডিপিএলের পর বিপিএলেও হান্নানের ট্রফি জয়

হান্নান সরকার দেশের ক্রিকেটের এই মুহূর্তে সবচেয়ে বড় আলোচনার কেন্দ্রে। কারণ ক্রিকেটপ্রেমী দর্শকদের সকলেরই জানা, গেল বছর আচমকা বাংলাদেশ জাতীয় দলের নির্বাচকের পদ থেকে সরে দাঁড়ান তিনি। পরক্ষণেই জানান নিজের কোচিং পেশাতে মনোনিবেশ করার কথা।
যার প্রথম ধাপ ছিল ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। সেবার আবাহনী দলের প্রধান কোচের দায়িত্বভার গ্রহণ করেন সাবেক নির্বাচক। এরপর তরুণ ক্রিকেটারদের নিয়ে দল গড়ে সবাইকে চমকে দিয়ে রাতারাতি হয়ে যান ডিপিএল চ্যাম্পিয়ন দলের কোচ। তবে সফরটা মোটেও সহজ ছিল না তার জন্য।
এরপরই নতুন করে কোচ হিসেবে সকলের নজর কাড়েন হান্নান। ফলশ্রুতিতে সদ্য সমাপ্ত বিপিএলে দায়িত্ব পান রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে। দায়িত্বের পর নিলামের টেবিলে দেখিয়ে দিয়েছিলেন মুন্সিয়ানা। সেদিনই বোঝা গিয়েছিল বিপিএল নিয়ে ঠিক কতটা প্যাশনেট হান্নান।
এরপর নিয়মিত রাজশাহীর ডাগআউটে বসে ছক কষেছেন দলকে নিয়ে। তার কথাতেই ডিরেক্ট সাইনিং হিসেবে রাজশাহী দলে ভিড়িয়েছিল নাজমুল হোসেন শান্ত এবং তানজিদ হাসান তামিমকে। এই দুজন রাজশাহীর শিরোপা জয়ের পেছনে বড় অবদান রেখেছেন। এছাড়া দলের কম্বিনেশনের ক্ষেত্রে দেখিয়েছেন সর্বোচ্চ পর্যায়ের পেশাদ্বারিত্ব। নিঃসন্দেহ নির্বাচকের চাকরি ছাড়া হান্নান বলতেই পারেন গেল এক বছরে দেশের সেরা কোচ তিনি। মানুষ কেবল তো মনে রাখে তার সফলতা...।
এসএইচ/এফএইচএম