বিপিএলের ফাইনাল শেষে কে কোন পুরস্কার পেলেন

অবশেষে পর্দা নামলো বিপিএলের দ্বাদশ আসরের। গতকাল শুক্রবার যেখানে চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। দলের বাইরে ব্যক্তিগত নৈপুণ্যও দেখিয়েছেন বেশ কিছু খেলোয়াড়। এবারের বিপিএলে কে কোন পুরস্কার পেলেন, দেখে নেওয়া যাক একনজরে।
এবার বিপিএলে সব মিলিয়ে প্রাইজমানি ছিল ৫ কোটি টাকার মতো। এর মধ্যে চ্যাম্পিয়ন হিসেবে রাজশাহী ওয়ারিয়র্স পেয়েছে ২ কোটি ৭৫ লাখ টাকা। রানার-আপ চট্টগ্রাম রয়্যালস পেয়েছে ১ কোটি ৭৫ লাখ টাকা। ফাইনালে দারুণ সেঞ্চুরিতে তানজিদ তামিমের হাতে উঠেছে সেরা খেলোয়াড়ের পুরস্কার। পেয়েছেন পাঁচ লাখ টাকার চেক। পারভেজ হোসেন ইমন আসরের সেরা ব্যাটার হিসেবে পেয়েছেন ৫ লাখ টাকা।
সেরা বোলার শরিফুল ইসলাম এবং সর্বোচ্চ উইকেট শিকারি হিসেবেও পেয়েছেন ৫ লাখ টাকা। পাশাপাশি টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও হয়েছেন তিনি। সব মিলে শরিফুল একাই পেয়েছেন ১৫ লাখ টাকা।
এছাড়া রংপুর রাইডার্সের অধিনায়ক লিটন দাস সেরা ফিল্ডার হিসেবে পেয়েছেন ৩ লাখ টাকা। উদীয়মান পেসারের খেতাব জিতেছেন রিপন মণ্ডল তিনিও পেয়েছেন ৩ লাখ টাকা।
এসএইচ/এমএসএ