বিশ্বকাপে যে পাকিস্তানি ক্রিকেটারের দিকে নজর রাখতে বললেন অশ্বিন

আসন্ন টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ থেকে নিজেদের সরিয়ে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাকিস্তানও বিশ্বকাপ বয়কট করবে বলে গুঞ্জনও উঠেছিল। তবে সেই জল্পনা ছাপিয়ে স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ঘোষিত সেই দলে জায়গা পেয়েছেন উদীয়মান ক্রিকেটার খাজা নাফি।
আর এই ২৩ বছর বয়সী ক্রিকেটারের দিকেই নজর রাখতে বলেছেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (টুইটার) পাকিস্তানের বিশ্বকাপ একাদশ শেয়ার করে একটি পোস্ট করেছেন অশ্বিন। সেই পোস্টের ক্যাপশনে অশ্বিন লেখেন, ‘‘এই কেএম নাফি বিশ্বকাপে নজর রাখার মতো একজন ক্রিকেটার।’’
২৩ বছর বয়সী নাফায়কে বিশ্বকাপ স্কোয়াডে রাখার ব্যাখ্যা দিয়েছেন পাকিস্তানের সাদা বল দলের প্রধান কোচ মাইক হেসন। স্কোয়াড ঘোষণার পর সংবাদ সম্মেলনে তিনি জানান, অতিরিক্ত উইকেটকিপিংয়ের চাপের কারণে সাহিবজাদা ফারহানকে ঝুঁকিতে ফেলতে চায়নি টিম ম্যানেজমেন্ট। সেই জায়গাতেই মাঝখানের ওভারগুলোতে পাওয়ার হিটার হিসেবে এবং প্রয়োজনে উইকেটকিপিংয়ের বিকল্প হিসেবে নাফিকে দলে নেওয়া হয়েছে।
সম্প্রতি শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আন্তর্জাতিক অভিষেক হয় নাফির। সেই সিরিজেই ১৫ বলে ২৬ রানের ঝোড়ো ইনিংস খেলে নজর কাড়েন তিনি। ডানহাতি এই ব্যাটার পিএসএলে কুয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে ১২ ম্যাচে করেছেন ২৩৪ রান, স্ট্রাইক রেট ১৩০, রয়েছে দুটি ফিফটি।
এছাড়া হংকং সিক্সেস ২০২৫-এ পাকিস্তান শাহিনসের হয়ে পাঁচ ম্যাচে ১৫১ রান করে টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক হন নাফি। স্ট্রাইক রেট ছিল চোখ ধাঁধানো ২৮৪.৯০। ফাইনালে কুয়েতকে হারিয়ে শিরোপা জিতেছিল পাকিস্তান শাহিনস।
পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াড: ফখর জামান, সাহিবজাদা ফারহান, খাজা নাফি, বাবর আজম, সালমান আলি আঘা, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, মোহাম্মদ নেওয়াজ, নাসিম শাহ, সাইম আইয়ুব, শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি, উসমান খান ও উসমান তারিক।
এমএমএম/