যে কারণে বাংলাদেশের পক্ষে করা টুইট মুছে দিলেন গিলেস্পি

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তে স্বচ্ছতা ও ব্যাখ্যা খুঁজে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) একটি টুইট করেছিলেন সাবেক অস্ট্রেলিয়ান তারকা জেসন গিলেস্পি। কিন্তু ভারতীয়দের তোপের মুখে পড়ে সেই টুইটটি মুছে ফেলতে বাধ্য হলেন এই অজি ক্রিকেটার।
গিলেস্পি তার টুইট বার্তায় প্রশ্ন করে বলেছিলেন, ‘বাংলাদেশ কেন ভারতের বাইরে খেলতে পারবে না এ নিয়ে কি আইসিসি কোনো ব্যাখ্যা দিয়েছে?’
এর আগে ২০২৫ সালের শুরুতে ভারত নিরপেক্ষ ভেন্যু দুবাইতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে গিয়েছিল। সেই প্রসঙ্গ টেনে পাকিস্তানের সাবেক লাল বলের কোচ গিলেস্পি বলছেন, ‘মনে আছে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানে খেলতে অস্বীকৃতি জানিয়েছিল। পরে তাদের আয়োজক দেশের বাইরে খেলার অনুমতি দেওয়া হয়। কেউ কি বিষয়টি বুঝতে পারছেন?’
গিলেস্পির করা এই টুইটের পর ভারতীয়দের তোপের মুখে পড়েন। ভারতীয় সমর্থকরা অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে অস্ট্রেলিয়ান ক্রিকেটারকে। এরপরই পোস্ট মুছে ফেলেন তিনি। এরপর গিলেস্পি বলেন, একটা প্রশ্ন করার কারণে আমাকে অপমান করা হয়েছে, এজন্য ডিলিট করেছি। আমি কারও পক্ষ নিইনি কথা বলিনি। আমি শুধু জিজ্ঞেস করেছিলাম আর সমালোচনার মুখে পড়লাম।
প্রসঙ্গত, বাংলাদেশ বাদ পড়ায় বিশ্বকাপের সূচিতেও এসেছে পরিবর্তন। ‘সি’ গ্রুপে বাংলাদেশের স্থলাভিষিক্ত হয়েছে স্কটল্যান্ড। দিনতারিখ বা ভেন্যু নয়, কেবল প্রতিপক্ষ নতুন করে বসানো হয়েছে। বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ড খেলবে ওয়েস্ট ইন্ডিজ, ইতালি, ইংল্যান্ড ও নেপালের বিপক্ষে।
এমএমএম/