গৃহপরিচারিকাকে ধর্ষণের মামলায় আটক পাকিস্তান কিংবদন্তির ছেলে

পাকিস্তানের সাবেক কিংবদন্তি লেগস্পিনারের ছেলে সুলামান কাদিরের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। এক গৃহপরিচারিকা তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনার পর তাকে আটক করেছে পুলিশ।
পুলিশের কাছে দায়ের করা এজাহারে ওই গৃহপরিচারিকা অভিযোগ করেছেন, তিনি সুলামানের বাসায় কাজ করতেন। জোর করে তাকে তার ফার্মহাউজে নিয়ে গিয়ে ধর্ষণ করেন।
এক পুলিশ কর্মকর্তা বলেন, স্বাস্থ্য পরীক্ষার জন্য অভিযোগকারী ওই নারীকে হাসপাতালে পাঠানো হয়েছে। তারপরই নিশ্চিত হওয়া যাবে, তিনি যৌন নিপীড়নের শিকার হয়েছেন কি না। আইন অনুযায়ী অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।
৪১ বছর বয়সী সুলামানও ক্রিকেট খেলতেন। ২০০৫ থেকে ২০১৩ সালের মধ্যে ২৬টি প্রথম শ্রেণি ও ৪০টি লিস্ট এ ম্যাচ খেলেছেন তিনি। তার বাবা আব্দুল কাদির একজন সাবেক তারকা ক্রিকেটার। পাকিস্তানের হয়ে ৬৭ টেস্ট ও ১০৪ ওয়ানডে খেলেছেন তিনি। আশির দশকে লেগস্পিনের শৈল্পিকতা ফিরিয়ে আনা এই কিংবদন্তি ২০১৯ সালের সেপ্টেম্বরে মারা যান।
এফএইচএম/