বাংলাদেশ ইস্যুতে ‘গাধা বনাম নেকড়ে’ মন্তব্যে কী বোঝালেন পিটারসেন?

তিন সপ্তাহেরও বেশি সময় ধরে চলা অনিশ্চয়তার অবসান ঘটিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়তে হলো বাংলাদেশকে। ভারতে বিশ্বকাপ ম্যাচ খেলতে না চাওয়ার দাবিতে অনড় অবস্থানে ছিল তারা। এমন পরিস্থিতিতে ভেন্যু পরিবর্তনে না গিয়ে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপে খেলার সুযোগ করে দিয়েছে আইসিসি। আর এই বিষয়টি নিয়ে নানা জনে নানান মত দিচ্ছেন- কেউ আইসিসির সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন, কেউ বা বাংলাদেশের প্রতি অন্যায় হয়েছে বলছেন। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক কেভিন পিটারসেনও এই ইস্যুতে মুখ খুললেন।
সোশ্যাল মিডিয়া এক্স-এ এক রহস্যময় পোস্ট দিয়েছেন পিটারসেন। যেখানে উদাহরণ টেনেছেন গাধা আর নেকড়ের। তিনি লিখেছেন, ‘সবাই পিঠে চড়ে, এমন গাধা হওয়ার চেয়ে বরং নেকড়ে হওয়া ভালো, যাকে কিছু মানুষ ঘৃণা করে।’
পিটারসেনের পোস্ট থেকে ধারণা করা যায়, এখানে গাধা বলতে এমন একজনকে বোঝানো হয়েছে যাকে সবাই নিজের প্রয়োজনে ব্যবহার করে বা খাটিয়ে নেয়। অন্যদিকে নেকড়ে বলতে একজন স্বাধীনচেতা, শক্তিশালী এবং আপসহীন ব্যক্তিকে বোঝানো হয়েছে। আবার এমনটাও বোঝাতে চেয়েছেন যে, সবার কাছে ভালো সেজে ব্যবহৃত হওয়ার চেয়ে নিজের ব্যক্তিত্ব বজায় রেখে কিছু মানুষের অপ্রিয় হওয়াও ভালো।
যদিও তার পোস্ট থেকে কে গাধা, আর কে নেকড়ে সে সম্পর্কে ধারণা পাওয়া গেলেও তা অস্পষ্টই থেকে যাবে।
এফএইচএম/