বাংলাদেশের সাংবাদিকদের যে কারণে অ্যাক্রেডিটেশন দেয়নি আইসিসি

বিশ্বকাপ খেলতে ভারতে যেতে চায়নি বাংলাদেশ। চেয়েছিল শ্রীলঙ্কায় খেলতে। আইসিসি তাদের চাওয়া আমলে না নিয়ে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাতে আইসিসি ও বাংলাদেশের মধ্যকার সম্পর্কে যে ফাটল ধরেছে, তা আরও বেড়েছে বিশ্ব ক্রিকেট সংস্থার আরেকটি পদক্ষেপে। বিশ্বকাপ কাভার করতে বাংলাদেশের কোনো সাংবাদিককে অ্যাক্রেডিটেশন দেয়নি তারা।
বাংলাদেশি সাংবাদিকদের বিশ্বকাপ কাভারে নিষেধাজ্ঞায় আইসিসির এমন সিদ্ধান্ত দেশের গণমাধ্যমজগতে তোলপাড়। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি-র সঙ্গে আলাপকালে আইসিসির এক কর্মকর্তা নিশ্চিত করেছেন, বাংলাদেশের সরকারের মন্তব্যের জের ধরে এমন অবস্থান নিয়েছে তারা। বর্তমান রাজনৈতিক অস্থিরতার কারণে ভারত সফরে ‘অনিরাপদবোধ’ করার কথা বলেছে বাংলাদেশ সরকার।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা এই গণমাধ্যমকে বলেছেন, ‘সরকার বারবার বলছে, ভারত ভ্রমণের জন্য অনিরাপদ, তাই তাদেরকে ভিসা কিংবা অ্যাক্রেডিটেশন দেওয়া হয়নি।’
অ্যাক্রেডিটেশন বাতিল করা প্রসঙ্গে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন বলেন, ‘গণমাধ্যমকর্মীদের জন্য এটা গুরুত্বপূর্ণ নয় যে (তার দেশ) অংশ্রগ্রহণ করতেই হবে। (২০১৩) চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ অংশ নেয়নি তারপরও আমাদের সাংবাদিকরা সেখানে গিয়েছিলেন কাভার করতে। এছাড়া ফিফা বিশ্বকাপে আমাদের দল কখনো অংশ নেয়নি কিন্তু সাংবাদিকরা নিয়মিত যান কাভার করতে। পূর্ণ সদস্য দেশ হিসেবে এটা (কাভার) করতে পারলে ভালো হতো। কিন্তু এটা তাদের সিদ্ধান্ত, আমাদের আসলেই কিছু করার নেই। তবে আমরা মনে করি আমাদের গণমাধ্যমকর্মীদের সেই সুযোগটা দেওয়া উচিত ছিল। আমরা তৃতীয় সর্বোচ্চ ভিউয়ার, আমরা না খেললেও বিশ্বকাপ তো হচ্ছে। সেক্ষেত্রে আমাদের গণমাধ্যমকর্মীরা সেটা আমাদের দর্শকদের কাছে উপস্থাপন করতে পারতেন।’
বিশ্বকাপ না খেলা আর অ্যাক্রেডিটেশন এক বিষয় নয় বলেও মনে করেন আমজাদ, ‘আমরা বিশ্বকাপে শর্ত দিয়েছি যে নিরাপত্তা ইস্যুতে আমরা একটা নির্দিষ্ট ভেন্যুতে (দেশ) খেলতে পারব না, এমন নয় যে পুরো বিশ্বকাপেই খেলব না। আমাদের বিকল্প অনুরোধ ছিল, এটা পূর্ণ করা হয়নি। এরপর সেখান থেকে আমরা সরে এসেছি। এর সঙ্গে অন্য কিছু মেলানো ঠিক হবে না।’
এফএইচএম/