পাকিস্তানের বিশ্বকাপ বয়কট ভাবনায় যা বলছেন ইনজামাম-হাফিজরা

বিশ্বকাপ ম্যাচ ভারতে খেলতে না চেয়ে বাদ পড়েছে বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কায় তারা ম্যাচগুলো আরেক আয়োজক দেশ শ্রীলঙ্কায় সরানোর অনুরোধ করেছিল। কিন্তু বিশ্ব ক্রিকেট সংস্থা তাদের নিরাপত্তা শঙ্কার ভিত্তি খুঁজে পায়নি। তিন সপ্তাহের এই অনিশ্চয়তাকালে বাংলাদেশকে পূর্ণ সমর্থন দিয়ে গেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এমনকি বিশ্বকাপও বয়কট করার ইঙ্গিত তারা দিয়েছে। আগামী শুক্রবার বা শনিবার এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত তারা জানাবে। কিন্তু পিসিবি প্রধান মহসিন নাকভির এমন সিদ্ধান্তের বিরোধিতা করছেন সাবেক ক্রিকেটার ও কোচেরা।
পাকিস্তানের সাবেক টেস্ট অধিনায়ক মোহাম্মদ হাফিজ মত দিয়েছেন, পিসিবিকে অবশ্যই বিশ্বকাপে পাকিস্তান দলকে পাঠাতে হবে। সাবেক চেয়ারম্যান খালিদ মাহমুদ ও সেক্রেটারি আরিফ আলী আব্বাসী বিশ্বকাপে দল না পাঠানোর কোনো যুক্তি দেখছেন না।
আব্বাসী বলেন, ‘আমি বুঝতে পারছি পাকিস্তান বাংলাদেশকে সমর্থন করছে, কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ও বোর্ড সদস্যদের সঙ্গে সম্পর্ক খারাপ করে দল না পাঠিয়ে কী উদ্দেশ্য অর্জন হবে?’
জগমোহন ডালমিয়া ও আইএস বিন্দ্রার মতো খ্যাতনামাদের সময়ে বোর্ডে কাজ করা আব্বাসী বলেছেন, পিসিবিকে অবশ্যই বিশ্বকাপের জন্য পাকিস্তান দল পাঠাতে হবে। তার কথা, ‘আমাদের সঙ্গে শ্রীলঙ্কার সম্পর্ক কী? অবশ্যই, শ্রীলঙ্কা ক্ষতির মুখে পড়বে যদি পাকিস্তান না যায়, আমাদের সব ম্যাচ তো শ্রীলঙ্কায়, এমনকি ভারতের সঙ্গেও।’
মাহমুদ বললেন, পিসিবির অবস্থান প্রশংসনীয়। কিন্তু পাকিস্তান ক্রিকেটের ক্ষতি করে কিছু করা যাবে না। তার কথা, ‘আমাদের মনে রাখতে হবে, পাকিস্তান ছাড়া আর কোনো ক্রিকেট বোর্ড বাংলাদেশের ভারত থেকে ম্যাচ সরার দাবিতে সমর্থন জানায়নি। বাংলাদেশ বোর্ডের অবস্থান আমি বুঝতে পারছি, কিন্তু এটাও একটা ব্যাপার যে আইসিসি সভায় কেউ তাদের সমর্থন দেয়নি।’
সাবেক টেস্ট ব্যাটার ও প্রধান নির্বাচক ও কোচ মহসিন খানও পাকিস্তানের বিশ্বকাপে অংশগ্রহণেও দাবি জানালেন, ‘আমাদের ঝামেলা ভারতের সঙ্গে, কিন্তু আমরা সব ম্যাচ খেলছি শ্রীলঙ্কায়।’ বিশ্বকাপ থেকে বাদ দিতে আইসিসি যে সিদ্ধান্ত নিয়েছে তার বিরুদ্ধে বাংলাদেশ কোনো চ্যালেঞ্জ করবে না, সেটা মনে করিয়ে তিনি বললেনে, ‘তাহলে কোন যুক্তিতে পিসিবি বিশ্বকাপে তাদের দল পাঠাবে না। এটা হতে যাচ্ছে আমাদের ক্রিকেটের জন্য বাজে বিষয়।’
সাবেক অধিনায়ক ইনজামাম উল হক ও মোহাম্মদ ইউসুফ চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে পাকিস্তানকে সবকিছু মাথায় রাখতে বললেন। ইনজামাম বলেছেন, ‘আমি ব্যক্তিগতভাবে পাকিস্তানকে বিশ্বকাপে লড়াই করা দেখতে পছন্দ করব। আমাদের কিছু ভালো খেলোয়াড় আছে এবং বড় ইভেন্টগুলোতে আমাদের দল ভালো করছে, এটা আমাদের ক্রিকেট দেখতে চায়।’
সাবেক টেস্ট ব্যাটার হারুন রশিদের বিশ্বাস পাকিস্তান বিশ্বকাপে অংশ নেবে। সিনিয়র ও জুনিয়র দলের সাবেক প্রধান কোচ দলের সরে দাঁড়ানোর কারণ খুঁজে পাচ্ছেন না। তিনি বলেন, ‘আমরা বাংলাদেশকে সমর্থন করেছিলাম, সেটা ভালো ব্যাপার। আমরা নীতিগত অবস্থান নিয়েছিলাম, কিন্তু এখন আমাদের ক্রিকেট স্বার্থের দিকে তাকানোর সময়।’
এফএইচএম/