ফিক্সিংয়ের দায়ে দলের মালিকের ৪ বছরের কারাদণ্ড

লঙ্কান প্রিমিয়ার লিগের দল (এলপিএল) ডাম্বুলা থান্ডারসের মালিক তামিম রহমানের বিরুদ্ধে আগেই ফিক্সিংয়ের অভিযোগে মামলা করা হয়েছিল। অভিযোগ প্রমাণিত হওয়ায় বাংলাদেশি–বংশোদ্ভূত এই ব্রিটিশ নাগরিককে চার বছরের স্থগিত কারাদণ্ড দিয়েছেন শ্রীলঙ্কার আদালত।
কারাদণ্ডের পাশাপাশি ২ কোটি ৪০ লাখ শ্রীলঙ্কান রুপি জরিমানাও করা হয়েছে তামিমকে। আদালতের একজন কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
খবরে বলা হয়েছে, পুলিশি জেরায় নিজের অপরাধ স্বীকার করেছেন তামিম। তিনি জানিয়েছেন, লিগ চলাকালীন ক্রিকেটারদের ঘুষ দেওয়ার চেষ্টা করেছেন। প্রথমে নিম্ন আদালতে তামিমকে চার বছরের সাজা দেওয়া হয়েছিল। পরে কলম্বো হাই কোর্ট তা বাড়িয়ে পাঁচ বছর করেছে।
২০১৯ সালে শ্রীলঙ্কার ক্রিকেটে দুর্নীতি কমাতে আইন কড়াকড়ি করা হয়। কারো বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ উঠলে কড়া শাস্তি দেওয়া হচ্ছে। তামিমের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল ২০২৪ সালে। সেই অভিযোগের তদন্তের পর এবার তাকে সাজা দেওয়া হয়েছে।
ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ ওঠার পর দুবাইয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন তামিম। কিন্তু কলম্বো বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছিল তাকে। তার পর কয়েক সপ্তাহ জেলে ছিলেন। সেখানেই পুলিশি জেরায় নিজের অপরাধ স্বীকার করেন তামিম।
এই ঘটনায় ডাম্বুলা দলের ম্যানেজার মুজিব উর রহমানের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। মুজিব পাকিস্তানের নাগরিক। এখনও তার খোঁজ পায়নি পুলিশ।
এইচজেএস