ইংল্যান্ডকে হারিয়ে সিরিজে এগিয়ে গেল লঙ্কানরা

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ইংল্যান্ডকে ১৯ রানে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিক শ্রীলঙ্কা। ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৬ উইকেটে ২৭১ রান করে লঙ্কানরা। জবাবে ২৫২ রানেই গুটিয়ে যায় ইংল্যান্ডের ইনিংস।
কলম্বোতে ম্যাচের শুরুতে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। দুই ওপেনারের কল্যাণে ভালো শুরু পায় দল। এরপর কুশল মেন্ডিসের অপ্রতিরোধ্য ব্যাটিং ও জানিথ লিয়াঙ্গের ক্যামিওতে লড়াকু পুঁজি পেয়ে যায় স্বাগতিকরা। দলের হয়ে সর্বোচ্চ ৯৩ রান করে অপরাজিত থাকেন কুশল মেন্ডিস। ৪৬ রান আসে লিয়াঙ্গের ব্যাট থেকে। এছাড়া কামিল মিশারা ২৭ ও পাথুম নিশাঙ্কা করেন ২১ রান।
ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আদিল রশিদ। একটি করে উইকেটের দেখা পেয়েছেন তিনজন বোলার।
রান তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারালেও বেন ডাকেট ও জো রুটের দারুণ জুটিতে ভালো অবস্থানেই ছিল ইংলিশরা। কিন্তু পরের ব্যাটারদের ব্যর্থতায় ম্যাচ থেকে ছিটকে যায় সফরকারী দল। শেষ উইকেটে লড়াই চালিয়ে যান জেমি ওভারটন। কিন্তু দলকে জেতাতে পারেননি তিনি।
ইংল্যান্ডের ইংনিসে সর্বোচ্চ ৬২ রানের ইনিংসটি খেলেন বেন ডাকেট। জো রুটের ব্যাট থেকে আসে ৬১ রান। এছাড়া জেমি ওভারটন ৩৪ ও রেহান আহমেদ ২৭ রান করেন। বাকিরা বিশের কোটা পূরণ করতে পারেননি।
শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন প্রমোদ মধুশান। দুটি করে উইকেট নেন দুনিথ ভেল্লালাগে ও জেফরি ভান্ডারসাই।
এমএমএম/