প্রথমবার বিশ্বকাপে উঠে ‘শৈশবে ফিরলেন’ নেদারল্যান্ডসের ক্রিকেটাররা

কীর্তিপুরের ত্রিভুবন ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডের পিচ কভারে ঢাকা। নীল কভারের উপরে তখনও পানি জমে আছে। হুট করে একে একে নেদারল্যান্ডসের ক্রিকেটাররা উপুর হয়ে তার উপর দিয়ে স্লাইড করতে লাগলেন। একেকজন যেন শিশু হয়ে গেলেন। প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে ওঠার আনন্দ উদযাপন করলেন তারা শৈশবে ফিরে গিয়ে। আজ (বুধবার) যুক্তরাষ্ট্রের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের সুপার সিক্সে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ২১ রানে জিতেছে তারা।
আগের দুই ম্যাচে নেপাল ও থাইল্যান্ডকে হারিয়ে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হয়েছিল নেদারল্যান্ডস। বিশ্বকাপে উঠতে একটি জয়ই যথেষ্ট, জেনেই মাঠে নামে ডাচরা। ব্যাটিংয়ে আগে নেমে যুক্তরাষ্ট্র ২০ ওভারে ৭ উইকেটে ১২৯ রান তুলতে পারে। ডাচ পেস বোলার হান্না লান্ধির ৩০ রান দিয়ে ৩ উইকেট নেন। ৫৭ রানের ওপেনিং জুটিতে রান তাড়ায় ম্যাচ নিয়ন্ত্রণে নেয় নেদারল্যান্ডস। ১২তম ওভারে বৃষ্টির সঙ্গে তাদের ভাগ্যও নির্ধারণ হয়ে যায়, যখন তাদের স্কোর ছিল ২ উইকেটে ৯০। বৃষ্টি আইনে ওই সময়ে তারা ২১ রানে এগিয়ে ছিল। পরে আর খেলা সম্ভব হয়নি। অবিরাম বৃষ্টির পর পুরো পয়েন্ট পায় নেদারল্যান্ডস এবং এই জুনের টুর্নামেন্টের টিকিটও পেয়ে যায়।
১৯৩৭ সালে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলা নেদারল্যান্ডস আশির দশক থেকে একবিংশ শতাব্দির শুরু পর্যন্ত নারী ক্রিকেট দল শক্তিশালী ছিল। ১৯৮৮ থেকে ২০০০ সাল পর্যন্ত টানা চারটি বিশ্বকাপ খেলেছে। কিন্তু টি-টোয়েন্টি ক্রিকেট শুরু হওয়ার পর এই ফরম্যাটের বিশ্বকাপে তাদের খেলা হয়নি।
এফএইচএম/