৭ বছর পর ক্রিকেট ছাড়ার রহস্য জানালেন যুবরাজ

অবসর নেওয়ার সাত বছর পরে মুখ খুললেন যুবরাজ সিং। এবার ক্রিকেট ছাড়ার নেপথ্যের কারণও জানালেন তিনি। সমর্থন এবং সম্মান পাচ্ছিলেন না বলেই ক্রিকেট থেকে সরে গিয়েছিলেন। তবে ঠিক কে তাকে অসম্মান করেছিলেন, সে বিষয়ে অবশ্য কিছু জানাননি।
২০১৯ সালের জুনে ক্রিকেট থেকে অবসর নেন যুবরাজ। সে বছর ওয়ানডে বিশ্বকাপের ভারতীয় দলে সুযোগ না পাওয়ার পর এই অলরাউন্ডার আন্তর্জাতিক ক্রিকেট এবং আইপিএল থেকে সরে দাঁড়িয়েছিলেন। যুবরাজ জানিয়েছেন, তিনি আর ক্রিকেট খেলে আনন্দ পাচ্ছিলেন না।
সাবেক টেনিস তারকা সানিয়া মির্জার পডকাস্টে যুবরাজ বলেন, 'আমি ক্রিকেট উপভোগ করছিলাম না। আমার মনে হচ্ছিল, যখন আমি মজাই পাচ্ছি না তখন কেন খেলছি? আমি কোনও সমর্থন পাচ্ছিলাম না। নিজেকে সম্মানিত মনে করছিলাম না। আমার মনে হয়েছিল, যখন এগুলোই নেই, তখন কেন খেলা চালিয়ে যাওয়া?'
যুবরাজ আরও বলেন, 'এমন কিছু কেন আঁকড়ে ধরে থাকব, যা আমি উপভোগই করছি না? আমার আর খেলার প্রয়োজন কী? কী প্রমাণ করার জন্য খেলছি? মানসিক বা শারীরিক ভাবে বাড়তি কিছু করা আমার পক্ষে সম্ভব ছিল না তখন। এটা আমাকে কষ্ট দিচ্ছিল। যে দিন খেলা ছাড়লাম, সে দিন থেকে আবার নিজেকে ফিরে পেলাম।'
এইচজেএস