গত বছরের ৯ জনকে বাদ দিয়ে পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তি ঘোষণা

আগের বছর ছিলেন না কেন্দ্রীয় চুক্তিতেই। এবার ফিরলেন হাসান আলী। একেবারে সর্বোচ্চ ‘এ’ ক্যাটাগরিতে। পাকিস্তান জাতীয় দলের কেন্দ্রীয় চুক্তিতে এসেছে এমন বেশ কয়েকটি রদবদল। আগের বারের চুক্তি থেকে এবার বাদ পড়েছেন ৯ ক্রিকেটার।
সর্বোচ্চ ‘এ’ ক্যাটাগরিতে হাসানের সঙ্গে আছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহিন শাহ আফ্রিদি। তাদের মাসিক বেতন ধরা হয়েছে ১৩ লাখ ৭৫ হাজার পাকিস্তানি রুপি।
সবশেষ ইংল্যান্ড সফরে ৫০-এর বেশি গড়ে রান করা আজহার আলীর চুক্তিতে অবনমন হয়েছে। ‘এ’ ক্যাটাগরি থেকে ‘বি’ ক্যাটাগরিতে নেমে গেছেন তিনি। এই ক্যাটাগরিতে তার সঙ্গে আছেন ফাহিম আশরাফ, ফখর জামান, ফাওয়াদ আলম, শাদাব খান ও ইয়াসির শাহ। তাদের বেতন ধরা হয়েছে ৯ লাখ ৩৭ হাজার ৫০০ পাকিস্তানি রুপি।
সি ক্যাটাগরিতে থাকা আবিদ আলি, ইমাম-উল-হক, হারিস রউফ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ নওয়াজ, নাওমান আলি ও সরফরাজ আহমেদের বেতন ধরা হয়েছে ৬ লাখ ৮৭ হাজার ৫০০ পাকিস্তানি রুপি। ইমার্জিং ক্যাটাগরিতে রাখা হয়েছে ইমরান বাট, শাহনওয়াজ দাহানি ও উসমান কাদিরকে।
এছাড়া প্রথমবারের মতো পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পেয়েছেন ফাহিম আশরাফ (‘বি’ ক্যাটাগরি) মোহাম্মাদ নাওয়াজ, নৌমান আলী (‘সি’ ক্যাটাগরি), উসমান কাদির, ইমরান বাট (ইমার্জিং ক্যাটাগরি)।
আগের বছরের কেন্দ্রীয় চুক্তি থেকে এবার বাদ পড়া ক্রিকেটাররা হলেন- মোহাম্মদ আব্বাস, আসাদ শফিক, ইমাদ ওয়াসিম, শান মাসুদ, উসমান শিনওয়ারি, ইফতিখার আহমেদ, হারিস সোহাইল, নাসিম শাহ, হায়দার আলি।
এমএইচ